২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

পাথেয় জীবন কর্মের দায়

admin
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২০
পাথেয় জীবন কর্মের দায়

Sharing is caring!

পাথেয় জীবন কর্মের দায়

– কবি মিজানুর রহমান মাওলা –

পথ পাথেয় জীবন শুধু
কলমের অন্তরায়,
যে কলম মুখরিত মানুষের
দ্বীপ জ্বালায়।
প্রাণ পণে পঞ্চ শক্তিতে অতিত
বর্তমান ভবিষ্যৎ বাণী,
জাত বিজাত ধর্ম বর্ণ নির্বিশেষে
মানুষতো শ্রেষ্ঠ জ্ঞানী।
পাথেয় জীবনের নেই কোন
ঠাঁয় ঠিকানা,
তবুও মানুষ তার স্মৃতিচারণে
অজ্ঞাত অজানা।
নির্লষ পৃথিবীতে অনেক
সিমাহীন ধারণা,
আঁধার আলো উঁচু
নিচূর বিড়ম্বনা।
ন্যায় অন্যায়ের প্রতিবাদী
কলম‌ই পাথেয় দিশারী,
জীবনের প্রত্যয় গুরুজনদের
সমিক্ষায় অতন্দ্র প্রহরী।
সৃষ্টি লীলার রং ধনুতে
সাজানো পৃথিবী,
পরিবর্তন এর দাম্ভিকতায় জীবন
অস্থির প্রতিচ্ছবি।
ভূপৃষ্ঠ নমুনায় একটি মঞ্চ
অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রায়,
লয় প্রলয়ের সমিক্ষায় প্রতিদ্বন্দ্বিতা
হবে সময় নির্দ্বিধায়।
মানুষতো বুদ্ধি বিবেকের অন্তরায়
পাথেয় জীবন কর্মের দায়,
সকল কিছুর সমন্বয়ে নিলাম বিজ্ঞপ্তির
খবরে সঞ্চয়ের ব্যস্ততায়।
লেনা দেনার অন্তরায় হিসাবে
নিকাশ আচার আচরণ,
ভব্যতার সভ্যতায় দুঃখ সুখের
কল্পনায় কর্ম‌-ই আমরণ।