১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী আটক

admin
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২০
গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী আটক

Sharing is caring!

 

গোয়াইনঘাট থেকে মোঃআব্দুল্লাহঃ
গোয়াইনঘাটে থানা পুলিশের বিশেষ অভিযানে ২ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে আটক করা হয়েছে। আটক হোসেন মিয়া উপজেলার গোজারকান্দি এলাকার গৌছ মিয়ার ছেলে। গতকাল
বৃহস্পতিবার সকাল ১১টায় রুস্তমপুর কলেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে থানার সহকারি উপপরিদর্শক (এএসআই) আবু সুফিয়ান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে রুস্তমপুর এলাকায় অভিযান চালিয়ে ২বছরের সাজাপ্রাপ্ত আসামী হোসেন মিয়াকে আটক করা হয়। আটক হোসেন মিয়া দীর্ঘ ১২ বছর যাবৎ পলাতক ছিলো বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার পরিদর্শক (তদন্ত) হিল্লোল রায় বলেন, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এবং থানার ওসি মো. আব্দুল আহাদের সার্বিক তদারকিতে দীর্ঘ ১২বছর যাবৎ পালিয়ে থাকা পলাতক আসামীকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। গোয়াইনঘাট থানাকে সব রকমের অপরাধমুক্ত করতে থানা পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে।