Sharing is caring!
এম এ সালাম রুবেল ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের সকল উপজেরার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৯ এর ফাইনাল ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বৃহস্পতিবার বিকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।এতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে কোচল সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাণীশংকৈল কিশোরী ফুটবল দল ১-০ গোলে ঠাকুরগাঁও সদরের ঝাপড়তলি সরকারি প্রাথমকি বিদ্যালয় কিশোরী ফুটবল দলকে হাড়িয়ে এবং বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে এতে বল্লাই বগুলাবাড়ী কিশোর দল ১-০ গোলে আজনাবাদ শিশু শিক্ষাকেন্দ্র, পীরগঞ্জ কিশোর দলকে হাড়িয়ে জয়লাভ করে। বিজয়ী দল গুলো বিভাগীয় পর্যায়ে ফুটবল টুর্নামেন্ট অংশগ্রহণ করবে।
উক্ত ফাইনাল খেলা শেষে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি মুহা: সাদেক কুরাইশী।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক দীপক কুমার রায়, সহ -সভাপতি মাহাবুবুর রহমান খোকন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. অরুনাংশু দত্ত টিটো, পৌর আওয়ামীলীগের সভাপতি মো: একরামুল ইসলাম ইকরাম, জেলা শিক্ষা অফিসার হারুনর রশিদ, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সানোয়ার পারভেজ পুলক প্রমুখ।
পরে প্রধান অতিথি খেলোয়ার বৃন্দদের মাঝে পুরুস্কার বিতরণ করেন।