Sharing is caring!
সৃষ্টির সেরা মানুষ আমরা ধর্মেকর্মে জগৎ সেরা,
বুদ্ধি বিবেক সবই আছে পঞ্চইন্দ্রীয় শক্তিগুনে সেরা।
খাই দাই ফুর্তি করি জীবন সংসার গড়ি,
ভুবনের মাঝে চলি ফিরি করছি কিসের বাহাদুরি।
জন্ম আছে মৃত্যু হবে দুদিন আগে পরে,
দেখি শুনি বুঝিনা কেন আগে পরে মরে।
রঙ্গো লীলার কতো সৃষ্টি আঁধার আলো জুড়ে,
ছোট বড়ো সাদা কালো কিসের জন্যে ঘুরে।
জন্ম মৃত্যু দিন রাত আকাশ পাতাল কার?
ভুবন মাঝে দেখছো যাহা কতো কি সৃষ্টি খোদার।
লক্ষ্য করো ভোজন বিলাস আসমান জমিনের সব,
সকল সৃষ্টির সেরা মানুষ বান্দার জন্যেই রব।
ধর্মে কর্মের ভালো মন্দে হবে মানুষের বিচার,
শান্তি সুখের পরশ পেতে হুকুম মানো খোদার।
হালাল খাও হারাম ছাড়ো কোরআনের পক্ষে লড়ো,
হিংসা বিদ্বেষ ত্যাগ করে সঠিক রাস্তা ধরো।
ধনী গরীব সবাই মানুষ মানবতায় বাড়াও হাত,
হিসাবে নিকাশ নিবে আমার দুনিয়ার বিদায় আখেরাত।
মানুষের স্বজন মানুষ বলে দিলাম জান্নাতের দাওয়াত,
স্বর্গ নরক বিবেক বিচার আমলে হোক জান্নাত।
– ডা.মিজানুর রহমান মাওলা।