Sharing is caring!
হেলাল আহমদ,লেবানন প্রতিনিধিঃ
লেবাননে অনুষ্ঠিত হয়ে গেল জাগ্রত বাংলা ফুটবল টুর্নামেন্টের ফাইনালের আসর। হাইমাদির মিনি ফুটবল স্টেডিয়ামে দাওরা প্রজন্ম স্পোর্টিং ক্লাব বনাম রংধুনু স্পোর্টিং ক্লাবের মধ্যকার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলায় ৫-১ গোলে বিজয় ছিনিয়ে চ্যাম্পিয়ন হয় দাওরা প্রজন্ম স্পোর্টিং ক্লাব।
খেলুয়ারদের হাতে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি লেবানন যুবলীগের সভাপতি শুভ মুন্সি, বিশিষ্ট্য ব্যবসায়ী হাজি আলাউদ্দীন, নূর বেগম, সাথী আক্তার, খুকা বাবু, ফারুক হোসেন, আব্দুল কাইয়ুম, আসমা আক্তার সহ আরো অনেকে।
খেলার স্বার্বিক সহোযোগীতায় ছিলেন, পরিচালনা কমিটির নাজমূল ভুইয়া, আরিফ হোসেন, জসিম উদ্দীন, নূর মোহাম্মদ। খেলাটি পরিচালনা করেন উইসুফ পাটোয়ারী।