১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

পিরোজপুরের মঠবাড়িয়ায় ১৩শ’ ইয়াবাসহ আটক ৩

admin
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২০
পিরোজপুরের মঠবাড়িয়ায় ১৩শ’ ইয়াবাসহ আটক ৩

Sharing is caring!

সুমন মল্লিক, বিশেষ প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ১ হাজার ৩শ পিস ইয়াবা সহ মা, নুর জাহান বেগম (৫৮), মেয়ে আসমা আক্তার (২১) ও ছেলে হাসান মিয়া (১৮)কে আটক করেছে। সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের দক্ষিণ বন্দর স্লুইজ গেট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।আটককৃত নূর জাহান বেগম পৌরসভার ৩নং ওয়ার্ড দক্ষিণ মিঠাখালী এলাকার রত্তন হাওলাদারের স্ত্রী ও তার মেয় আসমা, ছেলে হাসান মিয়া।মঠবাড়িয়া থানার এসআই শাহানাজ পারভীন জানান, পৌর শহরের দক্ষিণ বন্দার স্লুইজগেট এলাকার রত্তন হাওলাদারের স্ত্রী নুরজাহান ও মেয়ে দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার বিকেলে অভিযান চালিয়ে পৌর শহরের দক্ষিণ বন্দর স্লুইজ গেট এলাকা থেকে মা-মেয়ে ও ছেলেকে ১ হাজার ৩শ পিস ইয়াবাসহ আটক করা হয়।মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মাসুদুজ্জামান জানান, এ ঘটনায় এসআই শাহানাজ পারভীন বাদী হয়ে মঠবাড়িয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। আটককৃতদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে।