৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

লেবানন প্রবাসী বাংলাদেশী সবাই সর্তক থাকুন!

admin
প্রকাশিত জুন ২১, ২০১৯
লেবানন প্রবাসী বাংলাদেশী সবাই সর্তক থাকুন!

Sharing is caring!

হেলাল আহমদঃ ২১শে জুন, শুক্রবার ভোর প্রায় সাড়ে পাঁচটায় 

লেবানন প্রশাসন তল্লাশি চালিয়ে বৈধ -অবৈধ বিল্ডিংয়ে থাকা ৪০ জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়।

লেবানন রাজধানী বৈরুতের পাশে শিয়া, হেত্তাহেরাক এলাকায় এক বিল্ডিং থেকে লেবানন প্রশাসন তল্লাশী চালিয়ে প্রায় ৪০ জন বাংলাদেশি নারী- পুরুষ গ্রেফতার করে নিয়ে যায়।
ঘটনাটি ঘটে ২১শে জুন,শুক্রবার ভোর প্রায় সাড়ে পাঁচটায়।
এই তল্লাশিতে বৈধ -অবৈধ বিল্ডিংয়ে থাকা সবাইকে গ্রেফতার করা হয় বলে জানান পাশে থাকা প্রবাসীরা।

লেবানন প্রবাসী বাংলাদেশী ভাই- বোনেরা সবাই যার যার অবস্থানে সর্তকতায় থাকুন।উচ্চ বাক্য ব্যবহার,মাচ-শুটকি পাকে লেবানিজ বিরক্তবোধ করেন তাই সবাই নিরাপদে যার যার কাজ করার অনুরোধ রহিল।