নাইম,নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর পোরশায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও জন্মশতবার্ষিকী ক্ষণগণনা উপলক্ষে দুইদিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনের শুক্রবার স্থানীয় সরাইগাছি মোড়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি’র নেতৃত্বে জেলা সদর থেকে আগত ৪ শতাধীক গাড়ির একটি বর্ণাঢ্য মোটর শোভাযাত্রায় অংশ গ্রহণকারীদের অভ্যর্থনা প্রদান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক ঢাকায় মুজিব বর্ষের ক্ষণগণনা উদ্বোধন ও জাতির উদ্যেশে প্রদানকৃত ভাষন মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভের সামনে স্থাপিত ভিডিও প্রজেক্টরের মাধ্যমে দেখানো এবং পরে সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অপরদিকে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উদ্যেগে শনিবার উপজেলা চত্বরে আনন্দ শোভাযাত্রা, বঙ্গবন্ধুর জীবনভিত্তিক স্থিরচিত্র প্রদর্শন, বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন শীর্ষক আলোচনা সভা, বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক চিত্রাংকণ প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ঢাকায় আয়োজিত অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ এর মুল কনসার্টের সরাসরি সম্প্রচার ও শেষে শনিবার সন্ধায় বর্ণিল আতশবাজি প্রদর্শন করা হবে। অনুষ্ঠান গুলিতে নেতৃত্বদেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী ও ইউএনও নাজমুল হামিদ রেজা। পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন।
এতে অংশ গ্রহণ করেন ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সহসভাপতি ওবাইদুল্লাহ শেখ ও আবু হেনা মোস্তফা কামাল বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল হক শাহ্ সহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী, স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.