সুমন মল্লিক,বিষেশ প্রতিনিধি-পিরোজপুর:
ভান্ডারিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। উপজেলার ৩টি পৃথক স্থানে ৩টি বড় (১৫ ফুট বাই ৮ফুট) ডিজিটাল স্ক্রিনে ভান্ডারিয়া উপজেলার হাজারো মানুষ উপভোগ করল বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও জন্মশতবর্ষ উদ্যাপনের ক্ষণগণনা কেন্দ্রীয় অনুষ্ঠান।
শুক্রবার শত শত কন্ঠে একত্রে ‘জয় বাংলা’ জয় বঙ্গ বন্ধু স্লোগানে মুখরিত হয়ে ভান্ডারিয়া উপজেলা পরিষদ চত্বর। শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও এতে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.মিরাজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম, ওসি এস মাকদুসুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, ইউপি ছিদ্দিকুর রহমান টুলু,উপজেলা আওয়ামীলীগ সভাপতি ফায়জুর রশিদ খসরু, উপজেলা যুবলীগ সভাপতি এনামুল কবির টিপু তালুকদার, সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার, উপজেলা ছাত্রলীগের আহবায়ক রেদওয়ান সিকদার রিচান প্রমূখ।
এ সকল আয়োজন উপজেলা চেয়ারম্যান মো.মিরাজুল ইসলাম ব্যক্তিগত অর্থায়নে করা হয়। মুজিব বর্ষ উপলক্ষে ভান্ডারিয়া উপজেলা পরিষদ চত্বরসহ পৌর শহরে ব্যপক সাজসজ্জা, আলোক সজ্জা, বঙ্গবন্ধুর ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার ও বিলবোর্ড দিয়ে সাজানো হয় ।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.