১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

পটুয়াখালীতে রেষ্টুরেন্টে র‌্যাব-৮ এর অভিযান, অর্থদণ্ডসহ আটক ১

admin
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২০
পটুয়াখালীতে রেষ্টুরেন্টে র‌্যাব-৮ এর অভিযান, অর্থদণ্ডসহ আটক ১

Sharing is caring!

রাজিব হোসেন সুজন,বরিশাল বিভাগীয় ব্যুরো প্রধানঃ

র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এর একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে।

 

অাজ ১১ই জানুয়ারী দুপুর ১২ টার দিকে পটুয়াখালী জেলার সদর থানাধীন লঞ্চঘাট এলাকায় “সী-প্যালেস চাইনিজ রেস্টুরেন্টে” অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর ও নোংড়া পরিবেশে খাদ্য পরিবেশন, লাইসেন্স ব্যাতিত রেস্টুরেন্ট পরিচালনাসহ বিভিন্ন অনিয়ম ও ব্যাবস্হপনার অভিযোগের উক্ত রেস্টুরেন্টের ম্যানেজার কাজী বাচ্চু (৪৪), পিতা- মৃতঃ হারিজ আহম্মেদ, সাং-গোলবুনিয়া, থানা- কলাপাড়া, জেলা- পটুয়াখালীকে আটক করা হয়।

 

এসময় বিশুদ্ধ খাদ্য আদালত, পটুয়াখালীর বিজ্ঞ বিচারক জনাব মোঃ আমিরুল ইসলাম আটককৃত আসামীকে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩৯ ধারা মোতাবেক ১ লক্ষ টাকা অর্থ দন্ড অনাদায়ে ০৭ দিনের কারাদন্ড প্রদান করেন।

 

এ বিচার কার্য পরিচালনার সময় পটুয়াখালী পৌরসভার স্বাস্থ পরিদর্শক জনাব শারমিন সুলতানা ও জেলা পুলিশ, পটুয়াখালীর একটি টিম উপস্থিত ছিলেন।