Sharing is caring!
তথ্য ও প্রযুক্তি ডেস্ক : রাজধানীতে এবার গরুর মাংসে রং মিশিয়ে বিক্রির অভিযোগে তিন মাংস ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এ সময় রং মেশানো ছয় মণ মাংস জব্দ করা হয়। আজ সোমবার দুপুরে রাজধানীর নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করে র্যাব।
ওই অভিযানের নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। গরুর মাংসে রং মেশানোর বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ভারতীয় মহিষের মাংস গরুর মাংস বলে চালানো হতো। শুধু তাই নয়, ক্ষতিকর রং দিয়ে তৈরি করা কৃত্রিম রক্ত মেশানো হয় গরুর মাংসে। এই অভিযোগে নিউমার্কেট এলাকার দুটি দোকানীকে ৪০ হাজার টাকা জরিমানা এবং তিনজনকে আটক করা হয়েছে।
সারওয়ার আলম আরও বলেন, ওই দুই দোকান থেকে জব্দ করা হয়েছে ছয় মণ মাংস। অভিযান চলমান আছে, পরে এ বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে।