৯ইজানুয়ারী ২০২০ রোজ বৃহস্পতিবার ময়মনসিংহের কাঠগোলা বাজার এ
গ্রীণ লাইফ ব্লাড ফাউন্ডেশন এর উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন সম্পন্ন করা হয়।
"আমার রক্তে যদি বাঁচে অন্যের প্রাণ,তবে কেন নয় স্বেচ্ছায় রক্তদান"।
এই স্লোগানকে সামনে রেখে নতুন রক্তদাতার খোঁজে রাত-দিন কাজ করে যাচ্ছেন মানবতার ফেরিওয়ালা, একদল রক্তমানব তরুণ।
এরই ধারাবাহিকতায়
"গ্রীণ লাইফ ব্লাড ফাউন্ডেশন" বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করেছে ।
৯ই জানুয়ারি রোজ বৃহস্পতিবার
ময়মনসিংহ এর কাঠগোলা বাজার এ
"গ্রীণ লাইফ ব্লাড ফাউন্ডেশন" এর
উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন সম্পন্ন করা হয়। এতে প্রায় ৩০০ + জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এই কর্মসূচির উদ্বোধন করেন
"গ্রীণ লাইফ ব্লাড ফাউন্ডেশন"এর
উপদেষ্টা"সাজ্জাত সরকার"।
পুরো কার্যক্রমটি সুষ্ঠুভাবপ সম্পন্ন করার জন্য সহযোগিতায় যারা উপস্থিত ছিলেন,
হাফিজুল ইসলাম রানা,
নিশাত তলফদার নীবির,
আরিফুর রহমান আকন্দ,
স্বর্ণা আক্তার তাবাস্সুম খান,
উজ্জল খান,মাসুদ পারভেজ,
খায়রুল ইসলাম স্বাধীন,
কাদির হাসান কাজল,
সানজিদা কলি,মেঘলা ইসলাম,
মাইসা এবং কনিকাসহ আরো অনেকে।
এসময় এ সংঘঠনের উপদেষ্টা সাজ্জাত সরকার বলেন,
"এমন কার্যক্রম সত্যিই প্রশংসনীয়।
মানুষের কল্যানে এমন আয়োজন নিয়মিত থাকুক।বিশেষভাবে রক্তের প্রয়োজনে আর কেউ যেন অসহায় হয়ে না পড়ে, সেই দিকে "গ্রীণ লাইফ ব্লাড ফাউন্ডেশন"গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক।পাশাপাশি সমাজের প্রতিটি এলাকায় এমন আয়োজন হওয়া উচিত বলে আমি মনে করি।সেক্ষেত্রে সমাজের বিত্ত্ববান কিংবা সাধারন ও সচেতন নাগরিকরা এগিয়ে আসতে পারে।
এভাবে প্রতিটি মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিতে পারলে সমগ্র ময়মনসিংহ অচিরেই হয়ে উঠবে মানবিক নগরী"
এসময় গ্রীণ লাইফ ব্লাড ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
সৌদি প্রবাসী.
আ: খালেক (হিমেল)
ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যুক্ত হোন সবার সাথে এবং তিনি বলেন,
"বাংলাদেশে প্রতিদিন হাজার হাজার রোগী হাসপাতালে রক্তের অভাবে পড়ে থাকে। আমরা সর্বদাই চেষ্টা করি যাতে রক্তের অভাবে কোন রোগী হাসপাতালে পড়ে থাকতে না হয়,মরে না যায়। আমরা রক্তদাতা নিয়ে ছুটে যাই রক্তের অভাবে পড়ে থাকা রোগীর কাছে।" এসময় তিনি ১৮ থেকে ৪৫ বছর এর সকল সুস্থ মানুষকেই স্বেচ্ছায় রক্তদানের জন্য আহবান করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.