Sharing is caring!
মনির সরকার, সৌদি আরব প্রতিনিধি :
ইকামা এক্সপায়ারড, হুরুব নেই, কোন কেস নেই, নামের উপর কোন গাড়ী নেই, গৃহকর্মি নয়, স্পন্সর এর ধরনঃ কোম্পানি বা স্টাবলিশমেন্ট (শারিকা/মুয়াসসাসা) এ ধরণের যারা জেল জরিমানা ছাড়া সৌদি আরব ত্যাগ করতে ইচ্ছুক তারা সৌদি সরকার প্রদত্ত সুযোগ নিতে পারবেন।
ধাপ সমূহঃ
১-ইকামা এক্সপায়ারড (হুরুব নেই)।
২-ফরম পুরন (আরবীতে)।
৩- ফরমের উপর দুতাবাসের সত্যায়ন।
৪-লেবার অফিসে জমা প্রদান।
৫-লেবার অফিস থেকে জাওয়াযাতের চিঠি সংগ্রহ।
৬-জাওয়াযাতে চিঠি এবং মূল পাসপোর্ট (না থাকলে আউটপাস) জমা প্রদান।
৭-একজিট ভিসা সংগ্রহ।
৮-টিকেট সংগ্রহ।
৯-স্বদেশে প্রত্যাবর্তন।
বিঃ দ্রঃ এটা সাধারণ ক্ষমা নয়, ইকামা নবায়নের ফি কফিলের আইডির উপর আরোপ করে কর্মিকে একজিট ভিসা দিবে লেবার অফিস ও ইমিগ্রেশন।