২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সৌদি প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা

admin
প্রকাশিত জানুয়ারি ১০, ২০২০
সৌদি প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা

Sharing is caring!

মনির সরকার, সৌদি আরব প্রতিনিধি :

ইকামা এক্সপায়ারড, হুরুব নেই, কোন কেস নেই, নামের উপর কোন গাড়ী নেই, গৃহকর্মি নয়, স্পন্সর এর ধরনঃ কোম্পানি বা স্টাবলিশমেন্ট (শারিকা/মুয়াসসাসা) এ ধরণের যারা জেল জরিমানা ছাড়া সৌদি আরব ত্যাগ করতে ইচ্ছুক তারা সৌদি সরকার প্রদত্ত সুযোগ নিতে পারবেন।

 

ধাপ সমূহঃ
১-ইকামা এক্সপায়ারড (হুরুব নেই)।
২-ফরম পুরন (আরবীতে)।
৩- ফরমের উপর দুতাবাসের সত্যায়ন।
৪-লেবার অফিসে জমা প্রদান।
৫-লেবার অফিস থেকে জাওয়াযাতের চিঠি সংগ্রহ।
৬-জাওয়াযাতে চিঠি এবং মূল পাসপোর্ট (না থাকলে আউটপাস) জমা প্রদান।
৭-একজিট ভিসা সংগ্রহ।
৮-টিকেট সংগ্রহ।
৯-স্বদেশে প্রত্যাবর্তন।

 

বিঃ দ্রঃ এটা সাধারণ ক্ষমা নয়, ইকামা নবায়নের ফি কফিলের আইডির উপর আরোপ করে কর্মিকে একজিট ভিসা দিবে লেবার অফিস ও ইমিগ্রেশন।