কালের সাক্ষী
- কবি ডা.মিজান মাওলা।
মানবতার প্রতিপদে আমি সাক্ষী হয়ে
দাঁড়াবো প্রভু জনতার সকল হকের পক্ষে,
আমি সাক্ষী হয়ে দাঁড়াবো প্রভু আমাদের
সকল অনিষ্ট ঘটনা বাতিলের বিরুদ্ধে।
হৃদয়ে বৃষ্টি ক্ষরণে আমি তিব্র
অনাকাঙ্ক্ষিত কান্ডে আমি বূলন্ঠ,
কাউকেই নাজানিয়ে আমি স্নিগ্ধ তবুও
রাখিলাম জানিয়ে তব হে অঙ্গ প্রত্যঙ্গ।
আর মহিয়সী উন্নত মমশির তব প্রভু
আমি সাক্ষী হয়ে দাঁড়াবো হে রাজাধীরাজ প্রভু,
কালক্রমায় তোমার আদালতে এই সব
রৌদ্রহত্যার বিরুদ্ধে।
এই সব আর্তনাদ ছড়ানোর বিরুদ্ধে,
গোলমরিচের মতো ঝাঁঝালো হিংসার
বিরুদ্ধে,
আমি সাক্ষ্য দেবো প্রভু তোমার আদালতে।
আমি সাক্ষী হয়ে তখনও দাঁড়াবো প্রভু
তোমার সন্নিকটে,
কারখানার শ্রমিকের কলিজা কেটে টুকরো টুকরো করা মালিকের বিরুদ্ধে।
শিশু হত্যাকারীর বিরুদ্ধে দাড়াব প্রভু
প্রিয়তমা তোমার সৌন্দর্য চৌর্যবৃত্তির বিরুদ্ধে,
এখনও যেমন আমি প্রতিবাদ করি
এখনও যেমন আমি তোমাকেই সমর্থন করি।
আমি সেদিনও তোমার সপক্ষে দাঁড়াবো
আমি সাক্ষ্য দেবো সব নৈরাজ্যে বিরুদ্ধে,
সব অত্যাচারীর বিরুদ্ধে সব শোষকের বিরুদ্ধে।
তোমার গোলাপবন ধ্বংসের বিরুদ্ধে
আমি তোমার ভালোবাসার রক্ষক হয়ে দাঁড়াব,
আমি শিশুর সপক্ষে দাঁড়াবো তার প্রিয় শৈশবের পক্ষে দাঁড়াবো।
তার গোল রৌদ্রের পক্ষে দাঁড়াবো,
তার মায়ের চুম্বনের পক্ষে দাঁড়াবো।
তার প্রিয় পিতার উচ্ছ্বাসের পক্ষে দাঁড়াবো,
যেমন আমি এখনও দাঁড়াচ্ছি।
আমি একটি রাষ্ট্রের কথা বলছি একটি সূর্যের কথা বলছি,
একটি ভোরের অপরিহার্য দরজা খোলার কথা বলছি-
সেদিন দাবি নিয়ে আমি সাক্ষী হয়ে দাঁড়াবো।
তোমার অধীন্যস্ত চৌকস চাহনি রক্ত লাল মানুষ খেকো উৎসুকদের আখড়ার বিরুদ্ধে ,
আমি স্বাধীন ছিলাম অ-স্বাধীন ক্ষেপনে সাক্ষী হয়ে দাঁড়াব প্রভু সকল পরাধীনতার বিরুদ্ধে।
সম্পাদকীয় প্রকাশ কাল;৩০/০৮/১৭
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.