Sharing is caring!
তাজুল ইসলাম, সিলেট থেকে ::
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বাসিন্দা বিভিন্ন মামলার পলাতক আসামি সিলেট নগরীতে নিজেকে পত্রিকার সাংবাদিক পরিচয়দানকারী ফয়সল আহমেদ সাগর ওরফে বড়া ফয়সল এখন র্যাব এর খাঁচায়।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মেজর মো. শওকাতুল মোনায়েম ও এএসপি নাহিদ হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে নগরীর সুরমা মার্কেটের ভিতরে তার ধান্ধার অফিস থেকে ওই চাঁদাবাজকে গ্রেফতার করা হয়।
কে এই চাঁদাবাজ, মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাটবন্দ গ্রামের মৃত মঞ্জির আলীর ছেলে ফয়সল আহমেদ সাগর ওরফে বড়া ফয়সল (৩৫)। সে উপজেলার আলোচিত টেনাই মাডার করে পালিয়ে আসে সিলেটে। এরপর সে নগরীতে কোন কাজ না পাওয়ায় বেছে নেয় বাটপারি। আর সেই বাটপারি করতে গিয়ে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে চালিয়ে যাচ্ছে বেপরোয়া চাঁদাবাজি।
তাছাড়া সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানে আত্মীয় ও সাবেক ছাত্রদল নেতা চম্মনের ছোট ভাই পরিচয় দিয়ে থাকে সে। তার চাঁদাবাজির বিভিন্ন কৌশল হিসাবে অনুসন্ধান নিউজ, অনুসন্ধান টিভি ও অনুসন্ধান টিম তৈরী করে সে একটি চক্র বানিয়ে নগরীতে ধাপিয়ে বেড়ায়।
অনুসন্ধান টিমের জন্য তার নেতৃত্বে প্রায় ২০জন লোক কাজ করে। এদের দিয়ে নগরীতে আসা বিভিন্ন এলাকার সহজ সরল লোকজনকে জিম্মি করে হাতিয়ে নেয় হাজার হাজার টাকা। কিন্তু এসকল ভূয়া অনলাইন মানুষ বুঝার চেষ্টা করেনা।
কারণ তার দলে রয়েছেন সবুজ নামের আরেক চাঁদাবাজ সে মানুষকে সহজে পতারণার ঝালে ফেলতে পারে। এবার তাদের গডফাদার কারাগারে। এই ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৯।
পরে গ্রেফতারকৃত আসামীকে এসএমপির কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. সামিউল আলম।