২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

গলাচিপায় বাবার কর্মস্থলে চাকরি করছেন ছেলে!

admin
প্রকাশিত জানুয়ারি ১০, ২০২০
গলাচিপায় বাবার কর্মস্থলে চাকরি করছেন ছেলে!

Sharing is caring!

এস আল-আমিন খান, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালী গলাচিপা উপজেলার ৩৭ নং গোলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাঈনুল মাষ্টারের কর্মস্থলে চাকরি করছেন ছেলে নাহিদ খান। শারীরিক অসুস্থতার জন্য নিয়মিত না থাকায়, প্রধান শিক্ষিকার মৌখিক 

অনুমতিতে এমনটাই হয়েছে বলে অভিযোগ উঠেছে সর্বত্র। এ বিষয় সরেজমিন অনুসন্ধানে জানাযায়, সহকারী শিক্ষকের শারীরিক অসুস্থতার জন্য প্রধান শিক্ষিকা লুৎফুন নাহার উৎকোচের বিনিময়ে এমনটা করেছেন বলে স্থানীয় সুত্রে জানাযায়। গোপন সুত্রে আরো
জানায় ২০১৭ সাল থেকে ২০ পর্যন্ত নিয়মিত অনুপস্থিত থাকলেও হাজিরা খাতাটি পরিপূর্ণ রেখেছেন প্রধান শিক্ষিকা পরিকল্পিত ভাবে। স্কুলের ধারাবাহিক অনিয়ম দুর্নীতি ঠেকাতে ইতিমধ্যে এলাকাটির স্থানীয় বাসিন্দা মোঃ হেলাল পিতা মৃত বারেক সর্দার সাং পূর্ব গোলখালী গত- ১৯’শে নভেম্বর ১৯ সাল ইং তারিখ পটুয়াখালী দুর্নীতি দমন অফিস (দুদক) বরাবর লিখিত অভিযোগ করেছেন মর্মে একাধিক সুত্রে জানাযায়। সার্বিক বিষয়ে স্কুলটির প্রধান শিক্ষিকা লুৎফুন নাহারের কাছে মুঠো ফোনে জানতে চাইলে তিনি জানান মাঝে মাঝে তার ছেলে ক্লাস নিয়েছে এখন আর আসেনা বলে ফোন কেটে দেয়। এ ব্যাপারে পটুয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ছাইয়াদুজ্জামান’কে অবহিত করলে তিনি বলেন, এ বিষয় আমি কিছুই জানিনা এটা সম্পুর্ন অবৈধ এধরণের কোনো বিধান নেই। তবে গণমাধ্যমকে আশ্বাসের বানী শুনালেন। তিনি বলেন গলাচিপা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে কথা বলে তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।