১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

দুদকের হাতে পার্বতীপুরের পিআইও বিপুল পরিমাণ টাকা সহ আটক

admin
প্রকাশিত জানুয়ারি ৯, ২০২০
দুদকের হাতে পার্বতীপুরের পিআইও বিপুল পরিমাণ টাকা সহ আটক

Sharing is caring!

ছবি – শরিফুল ইসলাম।

 

এম এ হাসান,দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তাজুল ইসলাম কে প্রায় ২ কোটি টাকা সহ আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।দুদক এর দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয় সূত্র জানায়, ঘুষ ও দুর্নীতির অভিযোগে সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক আবু হেনা আশিকুর রহমানের নেতৃত্বে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে দুদকের এনফোর্সমেন্ট ইউনিট এর একটি দল দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পিআইও তাজুল ইসলামের অফিস ও বাসায় অভিযান চালানো হয়। এসময়, তার অফিসে কিছু না পাওয়া গেলেও, তার সরকারি আবাসিক বাসা থেকে ১ কোটি ৮৫ লাখ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।
সূত্র আরো জানান, উক্ত অভিযান ও আটকের সময় ১জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন ।