Sharing is caring!
মানুষ হওয়ার অপেক্ষায়
– কবি ডা.মিজান মাওলা-
আমরা সৃষ্টির সেরা আদমের উওরসূরী মানবিক আত্মা,
যার ভিতরে রয়েছে অসংখ্য জাত বিজাত মহাত্মা।
যেখানে গুলঞ্চ মালা গাঁথা মনিমুক্তার চমকিত বহুরূপী পাথর,
যাকে অলঙ্কারিত করে এক জানা বুঝা অভিজ্ঞ কর্মকার।
যেখানে আমি স্বর্ণের কথাই বলবো সেতো একটা ধাতু,
আর সেই ধাতুর সমন্বয়ে গঠিত জ্বালাও পোড়াও কষ্টিপাথরে দোয়ায় ঋতু।
তাঁর পরক্ষনেই আমরা তাকে স্বাচ্ছন্দ্যবোধে সাজাই আর সাজি,
যেমন নদী পাড়াপাড়ের যাত্রীদের ব্যাপারে ভুমিকায় মাল্লার আর মাঝি।
তদ্রূপ একটি মানব আত্মার কে পুনঃ মানুষ করার মাধ্যমেই উপকরণ,
প্রথমত মানুষ হওয়ার অপেক্ষায় যুগে যুগে নবী আর রাসুল প্রেরণ করেন।
দ্বিতীয়ত অধিনস্ত পিতা-মাতার স্বজাত সন্তান সর্বদা দায়বদ্ধতা পালনে,
তিত্বীয়ত মানুষের মতো মানুষ করার দায়িত্বে গুরুজনদের চালচলনে।
চতুর্থত হিতাকাঙ্খী কিছু মানুষের আদর্শে মানুষ হওয়ার অপেক্ষায়,
পঞ্চমত পঞ্চইন্দ্রিয়ো আর মেধা শক্তির অবয়বে একান্ত মানুষ হওয়ার প্রত্যয়।
মানুষের মতো মানুষ কখনোই করিতে পারেনা অবিচার,
মানুষ তো যজ্ঞ হত্যা আর গুম ধর্ষণের মতো নরপশুর কাজ করিতে পারেনা ব্যভিচার।
মানুষের মতো মানুষ কখনোই করিবে না অন্যায় আর অবিচার,
মানুষ কখনো জুলুম শোষণ নির্যাতন নির্বিচারে করিবেনা দুর্নীতি আর পাপাচার।
তাই শুধু মানুষের মতো মানুষ হওয়াই গড়ে উঠুক আমাদের সমাজের অঙ্গীকার,
আমরাই মানুষ আমরাই সেরা আমাদের সেরা হোক ধর্মে কর্মে আচার ব্যবহার।