মোঃ আলী হোসেন খাঁন : সুনামগঞ্জের জগন্নাথপুরে ২ ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে থানা পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর-সিলেট সড়কের হবিবপুর মাদ্রাসা পয়েন্ট নামক স্থানে। ছিনতাইকারীরা হচ্ছে জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের পাটলি জঙ্গল গ্রামের আবদুস ছত্তারের ছেলে সামাদ মিয়া ও কিশোরপুর গ্রামের আনহার মিয়ার ছেলে সাজ্জাদ আহমদ। ছিনতাইয়ের শিকার হওয়া ব্যক্তির নাম শফিক আহমদ আবির। তিনি হবিগঞ্জ জেলা এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয়রা জানান, শফিক আহমদ আবির মোটরসাইকেল যোগে সৈয়দপুর গ্রামে তাঁর বোনের বাড়িতে যাওয়ার পথে ৮ জানুয়ারি বুধবার ভোর রাতে স্থানীয় হবিবপুর মাদ্রাসা পয়েন্টে ছিনতাইকারীদের কবলে পড়েন। এ সময় তাঁর চিৎকারে স্থানীয় জনতা জড়ো হয়ে ছিনতাইকারীদের আটক করে গণধোলাই দিয়ে থানা পুলিশে সোপর্দ করেন। জগন্নাথপুর থানার এসআই রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.