১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রমজান, ১৪৪৬ হিজরি

মাগুরায় মুহম্মদপুর থানায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

admin
প্রকাশিত জানুয়ারি ৮, ২০২০
মাগুরায় মুহম্মদপুর থানায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

Sharing is caring!

ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধিঃ মাগুরা মুহম্মদপুর থানায় জাহাঙ্গীর বিশ্বাস (৩২) নামের এক যুবককে ১৩৮ পিস ইয়াবা, ইয়াবা সেবনের সরঞ্জাম ও ইয়াবা বিক্রয়ের ৬৩ হাজার ৫শ টাকাসহ আজ বুধবার দুপুরে আটক করেছে মুহম্মদপুর থানার পুলিশ। আটককৃত জাহাঙ্গীর মুহম্মদপুর থানার পূর্বনারায়নপুর গ্রামের সিরু বিশ্বাসের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার দুপুরে মুহাম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানূর রহমান, মুহম্মদপুর থানার এস আই রাজু ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে জাহাঙ্গীরকে আটক করা হয়েছে।
এ বিষয়ে মুহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারক বিশ্বাস বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জাহাঙ্গীরের বিরুদ্ধে একটি মামলা দেওয়া হয়েছে।