নাইম, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে জাতীয় শিশু পুরুষ্কার প্রতিযোগীত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী।
সাপাহার উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিস এ প্রতিযোগিতার আয়োজন করে। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অবিভাবক, শিক্ষার্থী সহ অনেকেই উপস্থিত ছিলেন।
সাপাহার উপজেলা শিক্ষা অফিসার শহীদুল আলম জানান, মঙ্গলবার ও বুধবার উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গান, নাচ, কবিতা আবৃত্তি, উপস্থিত বকৃতা, চিত্রাংকন প্রতিযোগীতা, উপস্থিত অভিনয়, খেলাধুলা সহ ২৪ টি ইভেন্টে অংশ গ্রহণ করে।
প্রতিটি ইভেন্টে বিজয়ী হওয়া প্রথম স্থান অধিকারী পরবর্তীতে অংশ নেবে জেলা পর্যায়ের প্রতিযোগিতায়।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.