টি. আই. অশ্রু, অভিযোগ প্রতিবেদক :
রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় একজনকে আটক করেছে র্যাব। সে একজন সিএনজি অটোরিকশা চালক। বয়স আনুমানিক ৩০ বছর।
আটকের আগে তাকে নজরদারিতে রেখেছিল আইন-শৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে র্যাব তাকে জিজ্ঞাসাবাদের পর আটক করে। র্যাব বলেছে, শতভাগ নিশ্চিত হলে তাকে গ্রেফতার দেখানো হবে।
আটকের বিষয়টি নিশ্চিত করে পুলিশের অতিরিক্ত ডিআইজি সমমর্যাদার এক কর্মকর্তা জানান, আইনশৃঙ্খলার কয়েকটি বাহিনী একজনকে চিহ্নিত করে তাকে জিজ্ঞাসাবাদের পর আটক করেছে।
রাত ২টায় তাকে আটক করে র্যাব। যেকোনো সময় গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।
ধর্ষণের ঘটনায় আরো দুজনকে নজরদারিতে রেখেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার সন্ধ্যায় সংশ্লিষ্ট ৩ জনকে র্যাবের হেফাজতে নেয়া হয়। তবে গ্রেফতারের আগে তাদের পুরো পরিচয় প্রকাশ করছে না র্যাব।
র্যাব-১-এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল শাফিউল্লাহ বুলবুল বলেন, আমরা তিন জনকে শনাক্ত করেছি। একজনকে আটক দেখানো হয়েছে।
তাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। দুজন আমাদের নজরদারিতে রয়েছে। প্রকৃত ধর্ষক নিশ্চিত হওয়ার পর যেকোনো সময় অপরাধীকে গ্রেফতার ও আদালতে পাঠানো হতে পারে।
তবে র্যাব-১-এর একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। তাদের মধ্যে একজন সিএনজি অটোরিকশা চালককে সন্দেহভাজন হিসেবে র্যাব হেফাজতে রাখা হয়।
রোববার (৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার পর বিশ্ববিদ্যালয়ের ‘ক্ষণিকা’ বাসে করে ওই শিক্ষার্থী বান্ধবীর বাসায় যাচ্ছিলেন। কুর্মিটোলা বাসস্টেশনে নামার পর তাকে অজ্ঞাত এক ব্যক্তি অনুসরণ করতে থাকে। মাঝপথে তাকে ধরে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। ঘটনাটি সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে ঘটে। রাত ১০টার দিকে জ্ঞান ফেরে ওই ছাত্রীর।
পরে তিনি রিকশায় করে বান্ধবীর বাসায় যান। সেখান থেকে বান্ধবীসহ অন্য সহপাঠীরা রাত পৌনে ১টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।
মেয়েটির দেয়া বর্ণনা থেকে পুলিশ ধারণা পেয়েছে, ধর্ষণকারী একজনই, তার বয়স ২৫-৩০ বছরের মতো। মেয়েটির বাবা ক্যান্টনমেন্ট থানায় যে মামলা করেছেন, সেখানেও একজনকেই আসামি করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.