মোঃ আবুল হাসেম,বান্দরবান জেলা প্রতিনিধি :
তথ্য প্রযুক্তির সহায়তায় লামা থানার উপ-পরিদর্শক(এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ আইয়াতুল্লাহ্'র নেতৃত্ব লামায় নবম শ্রেণীর এক ছাত্রীর আপত্তিকর ছবি তুলে ফেইসবুক ও ইউটিউব এবং এলাকায় পোষ্টার সাঁটানোর ঘটনার প্রধান আসামী মোঃ মামুনকে পাঁচ মাস পর গ্রেপ্তার করেছে। ৭ জানুয়ারী গভীর রাত ২টার সময় উপজেলার বড়ছনখোলা এলাকা থেকে এ মামলার প্রধান এ আসামীকে গ্রেপ্তার করা হয়।
লামা থানার উপ-পরিদর্শক মোঃ আইয়াতুল্লা জানান, বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের বড়ছন খোলা এলাকার নবম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে গ্রেপ্তারকৃত ১নং আসামী মোঃ মামুনের নেতৃত্বে আরো কয়েকজন বখাটে মিলে গত ৭ আগষ্ট জোর করে আপত্তিকর ছবি তুলে গেলো বছর। ছবি তুলার ২১ দিন পর অর্থাৎ গত ২৮ আগষ্ট ২০১৯ ইং তারিখ ঐ ছবি গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ও এলাকার জন গুরুত্বপূর্ণ স্থানে পোষ্টারিং করে আসামী মামুন ও অপরাপর আসামীরা।
এ ঘটনায় ঐ স্কুল ছাত্রীর মা রেনুয়ারা বেগম গত ২৮ আগষ্ট বুধবার ২০১৯ রাত সাড়ে ১১ টায় লামা থানায় আসামীদের বিরোদ্ধে মামলা করেন। মামলায় মামুন নামের এক বখাটেসহ আরো চার জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২/৩ জনকে আসামী করে।
এ ব্যাপারে লামা থানার অফিসার ইনচার্য অপ্পেলা রাজু নাহা জানিয়েছেন, গ্রেপ্তারকৃত আসামী মোঃ মামুনকে আদালতে পাঠিয়ে দেওয়া হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.