Sharing is caring!
হেলাল আহমদ, লেবানন প্রতিনিধি:-
লেবাননে শেমুন আরামুনের শাখা কমিটির অভিষেক অনুষ্ঠান ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে আলোচনা সভার আয়োজন করে, লেবানন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির লেবানন শাখার অন্তর্ভুক্ত লেবানন যুবদল শেমুন আরামুন শাখা কমিটি।
পবিত্র কুরআন তেলাওয়াত ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুভ সুচনা করা হয়। গতকাল রবিবার স্থানীয় সময় বিকাল দুইটায় লেবানন বৈরুতের প্বার্শবর্তী এলাকায় শেমুন আরামুন ইনক্রিপ্ট কোম্পানির মাঠে আলোচনাটি সভাটি অনুষ্ঠিত হয়।
প্রধান আহবায়ক মাহমুদুল হাসান সুমনের সভাপতিত্বে ও যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য মেহেদি হাছানের সন্ঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লেবানন কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী রফিক।
এসময় বক্তব্য রাখেন, সিনিয়র সহসভাপতি আবদুল করিম, সহসভাপতি আফজাল হোসেন, যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কামরুল হাসান টিপু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, বিএনপি’র সৈফাত শাখা কমিটির সভাপতি মো শারফিন সহ আরও অনেকে।
বক্তারা বর্তমান ভোট বিহীন অবৈধ সরকারে কড়া সমালোচনা করে বলেন, রাতে আধারে ভোট চুরির মাধ্যমে ক্ষমতা এসে বিএনপিকে ধংস্ব করার যে পায়তারা করছেন তা কোনদিনই সফল হতে দেওয়া হবে না। অতিবিলম্বে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন। আর নয়তো কঠোর আন্দোলনের মধ্যে দিয়ে বেগম জিয়ার মুক্তি করা হবে বলেও হুশিয়ার দেন তারা।
অনুষ্ঠানে, মাহমুদুল হাসান সুমনকে সভাপতি, রাউল খান সাধারন সম্পাদক ও তামিম ইকবালকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন যুুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী রফিক। নবগঠিত সবাইকে ফুল দিয়ে বরণ করে নেন, লেবানন যুুবদলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা।
এছাড়া অনুষ্ঠানে লেবানন বিএনপি, শ্রমিকদল, যুবদলের নেতৃবৃন্দ সহ বিপুলসংখ্যক জিয়ার সৈনিক উপস্থিত ছিলেন।