১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই রমজান, ১৪৪৬ হিজরি

ভোলায় গৃহবধূ লাইজু হত্যার বিচারের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

admin
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২০
ভোলায় গৃহবধূ লাইজু হত্যার বিচারের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

Sharing is caring!

টিপু সুলতান,ভোলা জেলা প্রতিনিধি:-

ভোলার দৌলতখান মহিলা কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রী গৃহবধূ লাইজু আক্তার (১৮) এর হত্যার ঘটনায় দোষীদের ফাঁসির দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

 

আজ দুপুরে দৌলতখান বাজারে প্রায় ঘন্টাব্যাপী ওই প্রতিষ্ঠনে তার সহপাঠীসহ প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকরা এ কর্মসূচী পালকন করেন।

 

এসময় কক্তব্য রাখেন দৌলতখান মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ জাবের হাসনাইন জাকির, লাইজুর সহপঠী মিনারা, সোনিয়া, তাসনুরসহ প্রমূখ।

 

এছাড়াও কর্মসূচী অনুষ্ঠানে লাইজুর বড় ভাই ইসমাইল শিকদারসহ পরিবারের সদস্যরা।

 

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা কান্না ভেঙে পরে লাইজুর প্রতি অতিতের অত্যাচার ও নির্যাতনের তুলে ধরেন।

 

মানববন্ধনে বক্তরা বলেন, লাইজুর হত্যাকারী তানজিলসহ জড়িত সবাইকে দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবী করেন।

 

এছাড়াও আসামীদের যতক্ষণ গ্রেফতার করা না হবে ততক্ষণ তারা এ কর্মসূচী চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২ জানুয়ারি-২০) রাতে ভোলার সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের তুলাতলি গ্রামে তার লাইজুর স্বামীর বাড়ি থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

 

লাইজুর নিহতের পর থেকে তার স্বামী তানজিলসহ
পরিবারের সবাই পলাতক রয়েছে।