উনুয়ই মার্মা রুহি,বান্দরবান জেলা প্রতিনিধি :
‘শান্তির জন্য খেলা’-এ শ্লোগানকে প্রতিপাদ্য করে বান্দরবানের লামা উপজেলায় বেসরকারী সংস্থা তাজিংডং’র এসআইডি-সিএইচটি, ইউএনডিপি প্রকল্পের আওতায় ফুটবল টুর্ণামেন্টের সেমি ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে।বুধবার বিকালে টি.টি এন্ড ডি.সি মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কি রানী দাশ, ইউএনডিপি’র প্রোগ্রাম অফিসার (গভানেন্স এন্ড এডভোকেসি) মোস্তফা কামাল, সংস্থার প্রকল্প সমন্বয়কারী পাইচিংউ ও প্রশিক্ষণ কর্মকর্তা মাইকেল মন্ডল, স্থানীয় গন্যমান্যসহ স্থানীয় সাংবাদিকরা অনুষ্ঠিত খেলা উপভোগ করেন। প্রথমে চাম্বি উচ্চ বিদ্যালয় ও মেরাখেলা উচ্চ বিদ্যালয় ছাত্রীদের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।এ খেলায় ১-০ গোলে মেরাখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে জয়ী হয় চাম্বি উচ্চ বিদ্যালয়। দিনের অপর খেলা লামা সরকারী উচ্চ বিদ্যালয় ও গজালিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। এতে ১-০ গোলে লামা সরকারী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে গজালিয়া উচ্চ বিদ্যালয় জয়ী হয়। বাংলাদেশ রেপারি এসোসিয়েশনের সদস্য মোহাম্মদ ইব্রাহীম, তারেকুল ও তারেফুল ইসলাম সমগ্র খেলা পরিচালনা করেন।সংস্থার প্রকল্প সমন্বয়কারী পাইচিংউ ও প্রশিক্ষণ কর্মকর্তা মাইকেল মন্ডল বলেন, বিভিন্ন জাতি গোষ্ঠির কিশোর কিশোরীদের মধ্যে আন্ত সু-সম্পর্ক বৃদ্ধির ও সৌহার্দপূর্ণ সহাবস্থান নিশ্চিতের লক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রকল্পের অধীনে স্থানীয় তাজিংডং এ খেলার আয়োজন করা হয়।গত ৫ মে থেকে টুণামেন্ট শুরু হয়। উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে ৮টি বালক ও ৮টি বালিকা দল অংশ গ্রহণ করে। নক আউট পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হয়
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.