খালেদ মাহমুদ হাসান,আনোয়ার প্রতিনিধি :
আনোয়ারায় পারকি বাজার এলাকা থেকে বিদেশী মদের চালানসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ। জব্দ করা হয়েছে মাদক পরিবহনের কাজো ব্যবহৃত ঢাকামেট্রো -ন ২০-১৭১৯ নাম্বারের ১টি কার্গো গাড়ি। রবিবার ( ৫ জানুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন বায়োজিদ থানার নিজাম হোমজা গ্রামের রহিম মোল্লার বাড়ীর মৃত রেজাউল হকের পুত্র মো:ইসমাইল (৫৫) ও সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ী নুরুল ইসলামের পুত্র সেকান্দর (৪৩) ।
থানা সূত্রে জানা যায়, এএসআই রেজাউল করিম মামুন, এএসআই সুফল বাবু ও এএসআই হান্নান মজুমদারের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে বিদেশী পাসর্পোট নামের মদ ১০৯ বোতল, পিপার্স নামের মদ ১৩৭ বোতল ও ভ্যালেন্টাইল নামের মদ ৬ বোতলসহ সর্বমোট ২৫২ বোতল মাদক উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা। সাথে জব্দ করা হয় জরুরী রপ্তানি কাজে নিয়োজিত লিখা যুক্ত একটি কার্গো গাড়ি।
আনোয়ারা থানার এএসআই রেজাউল করিম মানুম জানান, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে, আটককৃত ইসমাইল এর বড় ভাই সিরাজুল হক হলো মূল কারবারী। সে মাদকের চালান এই পরিবহণে করে সরবরাহ করে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিতে মাদক পরিবহনে নিত্য নতুন কৌশল অবলম্বন করে।
তিনি অবৈধভাবে বিদেশী মদ ও বিয়ারের চালান তার ভাই সহযোগী আটক দুইজনের মাধ্যমে চট্টগ্রামে বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছে খুচরা ও পাইকারী মূল্যে বিক্রি করে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিতে গাড়িটি করে বিশেষ কৌশলে মাদক পরিবহণ করতো।
এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ জানান, গত কিছুদিন আগে পারকী এলাকায় একটি বিদেশী মদের চালান খালাস হওয়ার গুঞ্জন উঠেছিল তখন ঐ এলাকায় আমার এরিয়ায় সোর্স দিয়ে রেখেছি গতকাল সোর্সের পোপন সংবাদের ভিত্তিতে বিদেশী মদসহ দুইজনকে আটক করা হয়েছে এবং জব্দ করা হয়েছে মাদক পরিবহনকারী গাড়িটি ও উদ্ধার মাদক এবং আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি সেই সাথে মাদক ইয়াবার ব্যাপারে যুক্ত কাউকে চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না বলে দৃঢ়ভাবে হুশিয়ারী প্রদান করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.