Sharing is caring!
জাহিদুল ইসলাম জাহিদ, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রতারক চক্র জ্বীনের বাদশা আলেক উদ্দিনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
গোবিন্দগঞ্জ জ্বীনের বাদশার সদস্য আলেক উদ্দিন গভীর রাতে ফোন করেন জয়পুরহাটের কলেজ পড়ুয়া ছাত্রীকে ভাগ্যবতি বলে ধন দৌলত ও মুল্যবান সম্পদ সোনা, রুপা, হীরা, জহরত সহ সোনার পুতুল দেয়ার কথা বলে গত ৭/১২/২০১৯ইং রাত ৯.০০টায় গোবিন্দগঞ্জ মায়ামনি হোটেলের টয়লেটে গলার হার নিয়ে একটি লাল কাপড়ে মোড়ানো পুতুল দেয় এবং পুতুলটি ঘরের উত্তর পশ্চিম কোনে পুতে রাখলে মুল্যবান সম্পদের (৭টি হাড়ী) বাড়ীর উঠানে চলে আসবে। পরের দিন আবার আল্লাহর অলী দরবেশ সেজে ফোন করে গরু বিক্রির ৬৫০০০ হজার টাকা গোবিন্দগঞ্জ মায়ামনি হটেলের টয়লেটে বহকের মাধ্যমে গ্রহন করে।
পরের দিন আবার গভীর রাতে ফোন করে বলে আল্লাহর অলী তোমার উপহারে খুশি নয় জ্বীনদের খুশি করতে হলে ২০০০০০ লাখ টাকা দিতে হবে তাহলে আপনা আপনি ৭ হাড়ী হীরা জহরত তাদের বাড়ীতে চলে আসবে, না দিলে নাকে মুখে রক্ত উঠে মারা যাবে। এতে সরল বিশ্বাস ১০/১২/২০১৯ইং তারিখে আপেলের ঠোঙ্গার মধ্য ১০০০০০ লাখ টাকা দেয় এবং বাকী টাকা ১৩/১২/২০১৯ইং তারিখে প্রদান করবে জানায়। পরে এ বিষয়ে তার প্রতিবেশী জানতে পারে তাদের এসব ভূয়া। তখন শাহানাজ এর পিতা, মাতা জয়পুরহাট সদর থানায় অভিযোগ করেন। ১৩ তারিখ আনুমানিক ৪.০০ঘটিকায় ১লাখ টাকা কপরে মোড়ানো অবস্থায় রিক্সায় বসা লোকটি হাত বাড়ালে হাতে নাতে ধরে জয়পুরহাট থানা পুলিশের হাতে সোপর্দ করে। পরে ওই জ্বীনের বাদশার তথ্যমতে জীনের বাদশার অপর সদস্য আলেক উদ্দিনকে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে গোবিন্দগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করে। গ্রেফতার কৃত আলেক উদ্দিন জুমারঘর এলাকার উত্তর সিংগা গ্রামের বাসিন্দা। গোবিন্দগঞ্জ থানার ওসি এ, কে, এম মেহেদী হাসান এ বিষয়টি নিশ্চিত করেছেন।