ফকির হাসান :: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সিলেটে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
র্যাব জানায়, ঈদকে সামনে রেখে বাসস্ট্যান্ড, রেলস্টেশনে বিস্ফোরক বা অন্য কোনও সন্দেহজনক দ্রব্যাদি শনাক্তকরণে নিরাপত্তা নজরদারিসহ বিশেষ চেকপোস্ট স্থাপন করা হবে।
এছাড়া বিশেষ টহলের পাশাপাশি সাদা পোশাকে ও মোটরসাইকেল টহলসহ র্যাব সদস্যরা শপিংমল, জনবহুল, গুরুত্বপূর্ণ এলাকা, মসজিদ ও তার আশপাশ এলাকায় সতর্কতার সঙ্গে অবস্থানে থাকবে। এ সময় বিভিন্ন জঙ্গি সংগঠন, চরমপন্থী বা স্বার্থান্বেষী মহল এবং চুরি, ছিনতাইসহ যেকোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যেন সৃষ্টি না হতে পারে সেব্যাপারে সতর্ক থাকবে র্যাব।
সিলেট র্যাব-৯-এর সহকারী পুলিশ সুপার ওবাইন (গণমাধ্যম) বলেন, বিভিন্ন জাতীয় ও ধর্মীয় অনুষ্ঠানগুলো যাতে মানুষ নির্বিঘ্নে উদযাপন করতে পারে সেজন্য র্যাব সব সময় সতর্ক থাকে। এবারের ঈদে সিলেটে যাতে কোন অনাকাঙ্কিত ঘটনা না ঘটে সেজন্য আমরা প্রস্তুত। সব ধরনের সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.