১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই রমজান, ১৪৪৬ হিজরি

ঝিনাইদহে অস্বাস্থ্যকর খোলা খাবার বিক্রি বন্ধে নাগরিক প্রচার অভিযানের সংবাদ সম্মেলন

admin
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২০
ঝিনাইদহে অস্বাস্থ্যকর খোলা খাবার বিক্রি বন্ধে নাগরিক প্রচার অভিযানের সংবাদ সম্মেলন

Sharing is caring!

সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

ঝিনাইদহে অস্বাস্থ্যকর খোলা খাবার বিক্রি বন্ধে নাগরিক প্রচার অভিযানের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ওয়েল ফেয়ার এফোর্টস (উই) এর প্রশিক্ষণ কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় জেলা এ্যাডভোকেসি কমিটির সভাপতি আমিনুর রহমান টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রতিনিধি রোবায়েত হোসেন, রুপান্তর খুলনার প্রতিনিধি অসীম দাস, এ্যাডভোকেসি কমিটির সদস্য সুরাইয়া পারভীন মলি, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপুসহ অন্যান্যরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা এ্যাডভোকেসি কমিটির সাধারণ সম্পাদক ও ওয়েল ফেয়ার এফোর্টস (উই) এর পরিচালক শরিফা খাতুন। এসময় সংবাদ সম্মেলনে বিক্রেতাদের স্বাস্থ্য সম্মত প্রয়োজনীয় উপকরণ সরবরাহের ব্যাবস্থা করা, ড্রেনেরধারে ও ড্রেনের উপরে কোন খাবার দোকান স্থাপন করতে না দেওয়া, ভোজ্য তেলের পুনঃ ব্যবহার বন্ধ করা, পথ খাবার বিক্রেতাদের নিবন্ধন, বিভিন্ন মোড়ে নিরাপদ পানি সরবরাহের ব্যবহার করাসহ বেশ কয়েকটি প্রস্তাবনা তুলে ধরা হয়।