ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধিঃ
বুধবার রাতে মাগুরা সদর থানার দেড়ুয়া গ্রামের ইয়াদ আলী নামে এক কৃষকের দেড়শ কলাগাছ ও বিশটি দু বছর বয়সী মেহগুনি গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষরা।
ক্ষতিগ্রস্ত কৃষক ইয়াদ আলী জানান, তার একই গ্রামের প্রতিবেশী মোঃ মহাসীন আলী দীর্ঘদিন যাবত গ্রামের সহজ-সরল নিরীহ লোকদের উপর অন্যায় অত্যাচার করে আসছে। বিভিন্ন সময় অন্যায়ের বিরোধিতা করলে তার সাথে বিরোধ সৃষ্টি হয়।
এছাড়াও ভুক্তভোগীর আপন ভাই জোহাদ আলী বলেন, মহাসিন আলীর বাপ-চাচারা আমার বাবা মৃত হাবিবুর রহমান হত্যা মামলার আসামি ছিল।
জমি- জমা নিয়ে এখনও তাদের সাথে আমাদের মামলা চলছে মাগুরা জজ আদালতে। যাহার নম্বর দেওয়ানী - মামলা ৬৯/৫। এই পূর্বশত্রুতার জের ধরে গত বুধবার মহাসিন আলীর নেতৃত্বে মনিরুল, ইয়াসিন, ও ইয়ামিন সর্ব পিতা মৃত আলাউদ্দিন সাং দেড়ুয়া থানা ও জেলা মাগুরা সহ ৪/৫ জন সন্ত্রাসী সম্পূর্ণভাবে আমাকে ক্ষতিগ্রস্ত করার জন্য আমার জমিতে থাকা ১৫০ টি কলাগাছের মাঝখান থেকে কেটে ফেলেছে।
ওই একই জমিতে আশিটি মেহেগুনি গাছের মধ্যে ২০টি মেহেগুনি গাছ কেটে ফেলেছে। দুর্বৃত্তরা আমার ভাইকে আনুমানিক এক থেকে দেড় লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত করিয়াছে। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত ইয়াদ আলীর ভাই জোয়াদ আলী বলেন, মহাসিন আলী, মনিরুল বিশ্বাস ইয়াসিন ও ইয়ামিন এই চারজনকে আসামি করে মাগুরা সদর থানায় এজাহার এর আবেদন করা হয়েছে।
এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত ওসি মো সাইফুল ইসলাম মুঠো মুঠফোনে জানান, মাগুরা সদর থানায় মামলা হয়েছে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.