Sharing is caring!
বিভোর ঘুমে অচেতন
★ জাহিদুল ইসলাম জাহিদ ★
জীবনকে চিরতরে শেষ করে দেবো ভাবছি !
প্রেম নামক এক খন্ড কালো মেঘ নিয়ে মৃত্যুর দুয়ারে হাঁটছি!
প্রতিনিয়ত জীবনের সাথে যুদ্ধ করে করে আমি ক্লান্ত,
অবশেষে প্রাণনাশ ঘটিয়ে হব পরিশ্রান্ত।
অল্প ছোঁয়াতে লজ্জাবতী গাছের মতো হব নিস্তেজ,
এটাই তোমার চাওয়া মিটবে মান-অভিমানের রেশ।
শুন্য হৃদয়টাকে একখণ্ড হীরকের টুকরো দিয়ে,
সুচারু শিল্পের মতো কেটে খন্ড-বিখন্ড করে দেব।
রক্তক্ষরণ হবো অচেতন তোমার দেওয়া আঘাতে ফিনকি দিয়ে রক্ত বের হবে বান ডাকা নদীর মতন !
আমার মায়া মমতার স্বপ্নটাকে তোমাকে দিয়ে গেলাম,
চোখের পানি বাঁধ দিতে নাহি জানি কালমের কালি
শেষ কবিতা উপহার দিয়ে তন্দ্রাচ্ছন্ন হয়ে যাব।
আস্তে আস্তে হারিয়ে যাবো সাইবেরিয়ার হিমের অতলে,
আমি ধীরে ধীরে পৌঁছে যাব জীবনের শেষ প্রান্তে হারিয়ে যাবো হারিয়ে যাবো অজানা এক ভ্রান্তে।
যখন ভুল ভাঙবে আমায় খুঁজবে দেহ হবে নিথর
প্রেমের মৃত্যু কতটা রোমাঞ্চকর বিশ্ববাসী জানবে !
তোমারি কারণে মৃত্যু একথা সবাই মানবে!
গোধূলি লগ্নের সূর্যের মত লাল হয়েছে পশ্চিমাকাশে,
তার চেয়েও বেশি রক্তাক্ত হয়েছে দেহ ভালোবেসে
যাকে নিয়ে প্রেমের কাব্য লিখবো প্রেমিক কবি হব
সেই তুমি তো ছিলে না আমার, কেন এলে অবশেষে ?
তোমার মুখের হাসি আমার ছিল চাওয়া পাওয়া সেই, হাসি ফোঁটাতে আমার জীবন পাখিটিকে গেলো খুয়া!
আসিবো না ফিরে ডাকবে না আদরে আনন্দ বলে কেউ
হারিয়ে যাব আমি সবার মাঝে শোকের ঢেউ।
তোমায় থেকে বিচ্ছিন্ন মৃত্যুতে আমি হয়েছি নীল,
সুখে থেকো ভালো থেকো আজও রয়ে গেল অমিল!