১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

admin
প্রকাশিত জানুয়ারি ৩, ২০২০
চট্টগ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Sharing is caring!

আব্দুল করিম,চট্রগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান :-

‘মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো’ এ স্লোগানকে প্রতিপাদ্য করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহষ্পতিবার (২ জানুয়ারি) নগরের মোটেল সৈকতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার শঙ্কর রঞ্জন সাহা।এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম আহমেদের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন এবি.এম আবু নোমান, র‌্যাব-৭ এর অধিনায়ক মষিউর রহমান জুয়েল, অতিরিক্ত ডিআইজি নূরে আলম মিনা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এজেডএম শরীফ হোসেন।সভায় বক্তারা মাদকদ্রব্যের কুফল সর্ম্পকে তুলে ধরে এ থেকে মুক্তির জন্য সকলের সচেতনার ওপর জোর দেন।
এর আগে সকাল ৮টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে একটি সচেতনামূলক র‌্যালি বের করা হয়।