টি আই অশ্রু : জানুয়ারি মাসে সারা দেশে আসবে আরো দুইটি শৈত্যপ্রবাহ। মাসের মাঝামাঝিতে তীব্র ও শেষ ভাগে মাঝারি শৈতপ্রবাহ হবে। এবং ৩, ৪ ও ৫ তারিখ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার সকালে দুর্যোগ ও ত্রাণমন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এসব তথ্য দেয়া হয়।
দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের জরুরি এক সংবাদ সম্মেলনে আবহাওয়া অধিদপ্তর আরো জানায়, ৬ তারিখ থেকে তাপমাত্রা কমতে শুরু করবে।
এসময় রাজশাহী, সুনামগঞ্জ, সিলেট, পঞ্চগড়, রাঙ্গামাটির বাঘাইছড়িতে শীতানুভূতি তীব্র হবে। এবং ৩ থেকে ৫ জানুয়ারি হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টিপাত হবে সারা দেশে।
এদিকে বিদায়ী বছরের ডিসেম্বরের শেষ ভাগে সারা দেশে তীব্র শীত অনভূত হয়। এসময় পঞ্চগড়ের তেতুলিয়ায় ৪.৫ সেলসিয়াসে নেমে যায় তাপমাত্রা। তবে নতুন বছরের শুরুতে কমে আসে শীতের তীব্রতা।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান জানায়, তীব্র শীতে এই দুর্যোগ মোকাবেলায় রংপুর ও দক্ষিণ বঙ্গের ১৬ টি জেলার প্রশাসকদের শীতবস্ত্র কেনার জন্য মোট ১ কোটি ৬৮ লাখ টাকা দেয়া হয়েছে। এছাড়া শিশুশীতবস্ত্র কেনার জন্য ২০ টি জেলায় দেয়া হয়েছে ৫৪ লাখ টাকা।
এদিকে মন্ত্রণালয় আরো জানায়, এ বছর ৬৪ জেলায় ৭ লাখ ২১ হাজার ৮০০ পিস কম্বল দেয়া হয়েছে। আর মোট বরাদ্দকৃত কম্বলের পরিমাণ ৩১ লাখ ৯০ হাজার ৯০০ পিস কম্বল।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.