সৈয়দ রুবেল, ঝালকাঠির জেলা প্রতিনিধি :
ঝালকাঠি জেলার সাধারন জনগনকে আইনি সহযোগিতার পাশাপাশি বিভিন্ন সময় অসহায়, দুঃস্থ ও গরীব মানুষকে সাহায্য সহযোগিতা করে আসছেন ঝালকাঠি জেলা পুলিশ সুপার (এসপি) ফাতিহা ইয়াসমিন।
জেলায় এসপি হিসেবে আগমনের পর থেকেই আইন শৃংখলায় উন্নতি সহ বিভিন্ন জায়গায় এনেছেন আমুল পরিবর্তন।
জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ সহ বিভিন্ন অপরাদ নির্মূল করার জন্য জেলার বিভিন্ন এলাকায় সভা সেমিনার, লিফলেট বিতরন, কমিউনিটি পুলিশিং সহ বিভিন্ন উদ্যোগ নিয়ে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন এই নারী পুলিশ সুপার।
থানায় এসে সাধারন মানুষ হয়রানির শিকার না হয় এমনকি থানায় এসে জিডি বা মামলা করতে কোন প্রকার টাকা পয়সা না নেয় সে জন্য নিয়েছেন বিভিন্ন পদক্ষেপ। আর তারই ধারাবাহিকতায় গত শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে রাজাপুর থানায় আকস্মিক পরিদর্শনে আসেন এই নারী এসপি।
এ সময় তিনি কিছুক্ষন থানার ডিউটি অফিসারের ভূমিকা পালন করেন এবং থানায় আসা সকল শ্রেনি-পেশার সেবা প্রার্থীদের আইনি সহযোগিতা ও পরামর্শ প্রদান করেন।
এরপর তিনি থানার অফিসারদের সাথে নিয়ে উপজেলার বাগড়ি বাজার এলাকায় প্রায় অর্ধশত অসহায়, দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.