Sharing is caring!
পুনম শাহরিয়ার ঋতু :: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চান্দরা ত্রিমোড় এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন (এবিটি) আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় ২ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১, গাজীপুর।
বৃহস্পতিবার দুপুরে র্যাব-১ প্রেস বিজ্ঞত্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় ২ সদস্যদের গ্রেফতার করেন র্যাব -১।
গ্রেফতারকৃতরা হলেন সরকার নিষিদ্ধ আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মো. মারুফ বিল্লাহ (২০) সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা উত্তর পাড়া এলাকার গাজী মোহাম্মদ মিজানুর রহমানের ছেলে।
মো. মোতালেব হোসেন (২৫) একই জেলা ও থানার চরছোনগাছা গ্রামের আবুল কাশেমের ছেলে।
র্যাব -১ প্রেস বিজ্ঞত্তি সূত্র জানায়, সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সক্রিয় সদস্যরা খ্রীস্টানদের বড় দিন ও আগামি থার্টিফাষ্ট নাইট উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও আতংক সৃষ্টির মাধ্যমে বাংলাদেশের অখন্ডতা, সহিংস, জননিরাপত্তা এবং সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য জনসাধারনের ভিতরে আতাংক সৃষ্টি, ধর্মীয় উগ্রবাদী মতাদর্শ প্রচারের মাধ্যমে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করতে ও নাশকতা ঘটানোর উদ্দেশ্যে একত্রিত হয়েছে।
এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় র্যাব-১ অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় ২ সদস্যকে গ্রেফতার করেন।
এসময় তাদের নিকট থেকে ২টি উগ্রবাদি বই ও ১টি ট্যাব উদ্ধার করা হয়। র্যাব-১, গাজীপুর পোড়াবাড়ি স্পেশালাইজড ক্যাম্প কোম্পানী কমন্ডার আব্দুলাহ আল-মামুন বলেন, সরকার নিষিদ্ধ্য আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের জঙ্গি তথ্য উপাত্ত ও বিভিন্ন অভিযানে প্রাপ্ত আলামত বিশ্লেষন এবং সাইবার পেট্রোলিং এর মাধ্যমে র্যাব ছায়া তদন্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে চান্দরা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জানা যায় যে, তার সিরাজগঞ্জ জেলার সাতবাড়িয়া জেলার কাওমি মাদ্রাসার ছাত্র।
তার নুর উদ্দিন নামের এক ব্যক্তির নিকট হইতে ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠায় উদ্ভোদ্য হয়ে দাওয়াতি কার্যক্রম শুরু করেন এবং তার ইন্টারনেটের মাধ্যমে ব্যপক দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেন। তার নিজেদেরকে গবেষক দাবি করেন ।
এছাড়াও তার নিষিদ্ধ সংগঠনের উপযোগী বই বিলি করা, গোপনে ষড়যন্ত্রমূলক কর্মকান্ডে অংশগ্রহ করার উদ্দেশ্যে তথ্য আদান-প্রদানের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করাসহ দেশের নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভোমত্ব ধ্বংস করার চক্রান্তে/ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আরও জানা যায়, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রকৃয়াধীন।