১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৬ হিজরি

অসহায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ করে,প্রতিশ্রুতি সেবা উন্নয়নমূলক সংস্থা কেন্দ্রীয় শাখা

admin
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০১৯
অসহায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ করে,প্রতিশ্রুতি সেবা উন্নয়নমূলক সংস্থা  কেন্দ্রীয় শাখা

Sharing is caring!

মোমিনুল ইসলাম,পাবনা থেকেঃ প্রতিশ্রুতি সেবা উন্নয়নমূলক সংস্থা সকল সদস্য পক্ষ থেকে আজ ২৯/১২/২০১৯ ঈশ্বরদী রেলওয়ে জংশন সাধারণ মানুষ ও দরিদ্র, অসহায়,সুবিধাবঞ্চিত মানুষের মাধে খাবার বিতরণ করা হয়। সভাপতিঃ মো আব্দুল আলিম,প্রচার সম্পাদকঃ মো আশিকুর রহমান সাওন,অর্থ সম্পাদকঃ মো মাহাফুজ ইসলাম,সাহিত্যে ও সংস্কৃতি সম্পাদকঃ মো সজিব ইসলাম,সাহিত্য ও শিক্ষা সম্পাদকঃ মো তুষার খান, সাংগঠনিক সম্পাদকঃ মো তুষার হাসান,প্রকাশনি সম্পাদকঃ মো মোমিন ইসলাম ক্রীয়া সম্পাদকঃ মে ফাহিম,পল্লী উন্নয়ন সম্পাদকঃ মো আবির সহ,সদস্য,মিতু,স্বপ্ন,কবি,মনিরুল,সনেট,মাহাফুজ,ককবিরুল, রকি, বৃত্ত উপস্থিত ছিলেন।