২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বন্দর নগরী চট্টগ্রামের অলংকার মোড়স্থ হোটেল সিটি ইন থেকে ৪২জোঁয়াড়ী পুলিশের কাউন্টারে আটক।

admin
প্রকাশিত মে ২৭, ২০১৯
বন্দর নগরী চট্টগ্রামের অলংকার মোড়স্থ হোটেল সিটি ইন থেকে ৪২জোঁয়াড়ী পুলিশের কাউন্টারে আটক।

Sharing is caring!

আল আমিন আকবরশাহ চট্টগ্রাম প্রতিনিধিঃ অলংকার মোড় থেকেঃ বন্দর নগরী চট্টগ্রামের অলংকার মোড়স্থ হোটেল সিটি ইন থেকে ৪২জোঁয়াড়ী তাস ও জোঁয়ার নগদ অর্থ সহ পুলিশের কাউন্টার টেরিরিজম ব্রাঞ্চ চট্টগ্রামের হাতে আটক। ২৫শে মে ২০১৯ইং শনিবার বিকাল চারটা থেকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের কাউন্টার টেরিরিজম ব্রাঞ্চের ডিসি শ্যামল কান্তি নাথের নেতৃত্বে একটি চৌকস দল অভিযান চালিয়ে অলংকার মোড়স্থ আবাসিক হোটেল সিটি ইন থেকে ৪২জন জোঁয়াড়ীকে বেশ কিছু তাসের ভাণ্ডিল ও জোঁয়ার টাকা সহ হাতে নাতে আটক করে। এসময় কাউন্টার টেরিরিজম ব্রাঞ্চের ডিসি শ্যামল কান্তি নাথ দৈনিক ইনফো বাংলাকে বলেন, এটা একটা বড় জোঁয়ার আখড়া। দীর্ঘদিন যাবত এই জোঁয়ার আখড়ায় জোঁয়াড়ীরা জোঁয়া খেলার আসর বসিয়ে জমজমাট জোঁয়া খেলা চালিয়ে আসছিলো। আমরা গোপন সংবাদের ভিত্তিতে আজ এই অভিযানটি পরিচালনা করি এবং জোঁয়া খেলার সামগ্রিক অনুসংগাদী সহ ৪২জন পাকা জোয়াড়ীকে হাতে নাতে আটক করতে সক্ষম হই। আমরা আটককৃত জোঁয়াড়ীদের ও তাদের কাছ থেকে পাওয়া তাসের বাণ্ডিল ও জোঁয়ার টাকা সহ পুলিশের হাতে সোপর্দ করেছি। অভিযান চলাকালে সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে বেশ কিছু অভিযানে ও জটিল মামলার তদন্তে সফল নেতৃত্ব দানকারী বিচক্ষণ, মেধাবী ও সাহসী পুলিশ অফিসার কাউন্টার টেরিরিজম ব্রাঞ্চ চট্টগ্রামের কর্মকর্তা রাজেস বড়ুয়া সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউণ্ডেশনের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোঃ রফিক বলেন, অপরাধ দমনে কাউন্টার টেরিরিজম ব্রাঞ্চের এই অভিযানটি আমি অতি সফল অভিযান বলে মনে করি। আশা করছি তাদের এমন অভিযান সকল প্রকার অপরাধ দমনে অব্যাহত থাকবে।