রাকিব হাসান : যেকোন খেলার প্রাণ হচ্ছে দর্শক। খেলার মাঠে দর্শকের ভূমিকা অন্যতম। কেননা গ্যালারী ভরা দর্শক যখন কোনো দল কে সমর্থন জানাতে উপস্হিত হয় তখনি সেই টিমটি একটা এক্সট্রা এডভান্টেজ পায় সেটা হচ্ছে সমর্থন। আর এই এডভান্টেজ টাই পাওয়া যায় দর্শকদের মাধ্যমে।
দর্শকদের সমর্থন দেখেও খেলোয়ারা বেশ ফুরফুরে মেজাজে খেলতে দেখা যায়। গ্যালারী ভর্তি দর্শকদের নিরাশ করতে চায় না কোনো দল।
* ঠিক তেমনি খুব কম সময়ে বাংলার হাজারো দর্শকের মনে জায়গা করে নিয়েছে বসুন্ধরা কিংস। যাদের বর্তমানে অসংখ্য সমর্থন বিভিন্ন টুর্নামেন্টে উৎসাহ জোগাচ্ছে। তাদের সমর্থন পেয়ে অনেকটা উৎসাহ পায় এই ক্লাবটির খেলোয়ার বৃন্দ। এত কম সময়ে দর্শকদের যে সমর্থন পেয়েছে বসুন্ধরা কিংস তা মাঠে গেলেই বুঝা যায়। বসুন্ধরা কিংস এর গ্যালারী ভর্তি দর্শক একটু হলেও তাদের জয়ে ভুমিকা রাখে।
* গত মৌসুম থেকে নিয়ে এখন পর্যন্ত বসুন্ধরা কিংস এর খেলায় প্রচুর পরিমান সমর্থন মাঠে দেখা যায়। মূলত এই ক্লাবটিকে ভালবেসেই মাঠে যায় দর্শকরা।
* দর্শকদের এই ভালবাসা দেখেই দেশের বিভিন্ন জেলা, উপজেলায় গঠন করা হয়েছে বসুন্ধরা কিংস ফ্যানস ক্লাব। যারা মূলত প্রিয় দলকে সমর্থন জানতে মাঠে উপস্হিত থাকে। বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে সহযোগীতা করে। ক্রীড়া অঙ্গনে নুতন মাত্রা যোগ করতেই মুলত এই উদ্যােগটি নেওয়া হয়েছে।
* বসুন্ধরা কিংস'র সাধারন সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজ জানান, মাঠের দর্শক আমাদের অনুপ্রেরণা। তাদের সমর্থন দেখে আমরা আসলে উজ্জীবিত হই। আমরা আশা করি ভবিষ্যৎতেও তারা আমাদের সাথেই থাকবে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.