১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রজব, ১৪৪৬ হিজরি

দামুড়হুদার দর্শনায় ভারতীয় মালামালসহ দুই ভারতীয় নাগরিক আটক

admin
প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০১৯
দামুড়হুদার দর্শনায় ভারতীয় মালামালসহ দুই ভারতীয় নাগরিক আটক

Sharing is caring!

চুয়াডাঙ্গা প্রতিনিধি : দামুড়হুদা উপজেলার দর্শনা জয়নগর আইসিপি চেকপোষ্ট থেকে অবৈধ ভাবে আনা বিভিন্ন ধরনের ভারতীয় মালামালসহ পাসপোর্টধারী ভারতীয় দুই জন নাগরিককে আটক করেছে বিজিবি।

 

আটককৃতরা হলো ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বেলগুড়িয়া থানার কামারহাটি গ্রামের মৃত শফি ছেলে তাবিজ শফি (২৪) ও একই থানার চিংড়ি তালাবো গ্রামের মৃত কোরবান আলির ছেলে ইমরান আলী (২৬)। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এদেরকে আটক করা হয়।

 

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান পিএসসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬বিজিবির আইসিপির টহল কমান্ডার হাবিলদার রমজান আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার দর্শনার জয়নগর আইসিপি চেকপোষ্ট থেকে ভারতীয় নাগরিক তাবিজ শফি পাসপোর্ট নম্বর-টি-৭৬৬৮০২২ ও ইমরান আলী পাসপোর্ট নম্বর-এল-৯৬১৭৮৯৬ কে ৩৯ প্যাকেট ভারতীয় লুজ ফেন্সিডিল, ১৪টি শাড়ি, ৮টি থ্রীপিচ, ১টি লেহেঙ্গা, ১টি জামা, ৩টি নাইট ড্রেস, ২টি মোবাইলফোন, নগদ বাংলাদেশী টাকা ৪,৩৮০/ টাকা, ভারতীয় ২৬০ রূপী ও ২ জোড়া স্যান্ডেলসহ আটক হয়।

 

এর আগে রাত ৩টার দিকে বারাদি বিওপির টহল কমান্ডার হাবিলদার আব্দুল মান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদার নাস্তিপুর সীমান্তের মেইন পিলার ৭৯ হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাস্তিপুর মাঠ থেকে ৪টি ভারতীয় গরু পরিত্যক্ত অবস্থায় জব্দ করে।

 

আটককৃত এসব মালামালের আনুমানিক মুল্য তিন লক্ষ আটচল্লিশ হাজার দুইশত চল্লিশ টাকা। আটককৃতদেরকে দামুড়হুদা মডেল থানায় সোর্পদ করা হয়েছে।