হেলাল আহমদ,লেবানন থেকে :-
লেবানন প্রবাসী বাংলাদেশীদের নতুন পাসপোর্ট করার ঘোষণা দিলেন বৈরুতের রাষ্ট্রদূত আবদুল মোতালেব সরকার। আজ ২৪ ডিসেম্বর ২০১৯ রোজ মঙ্গলবার বৈরুত দূতাবাসের হল রুমে সাংবাদিক সম্মেলনে করে এমন ঘোষণা দেন রাষ্ট্রদূত।
সংবাদ সম্মেলন রাষ্ট্রদূত প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, অনেক প্রবাসী আছেন যাদের নিকট কাগজপত্র এবংকি পাসপোর্টও নেই তাদের মালিক নিয়ে গিয়েছে বা হারিয়ে গেছে। দীর্ঘদিনের প্রবাসীদের দাবী ছিল দূতাবাস যেন পাসপোর্ট এর ফটোকপি দিয়ে পাসপোর্ট করে দেয়ার সুযোগ করে দেন ।
তাদের এমন দাবীর পরিপ্রেক্ষিতে দূতাবাস গত আগষ্ট মাসে এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুরোধ জানানো হয়।পরবর্তীতে দূতাবাস বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর এবং স্পেশাল ব্রাঞ্চসহ সংলিষ্ট কর্তৃপক্ষের মতামতের ভিত্তিতে অবশেষে শর্ত সাপেক্ষে দূতাবাসকে অনুমতি প্রদান করে।
এতে যাদের মূল পাসপোর্ট নিয়োগকর্তা/কফিল/আমেল আমের নিকট জমা রয়েছে এবং তা কোনোভাবেই উদ্ধার করা সম্ভব হচ্ছে না তাদেরকে কিছু শর্ত সাপেক্ষে এমআরপি (MRP)পাসপোর্ট নবায়ন /রিইস্যু করার সুযোগ প্রদান করা যাচ্ছে।
যাদের নিকট হাতের লিখা পাসপোর্ট অর্থাৎ ২০১০ সালের পরে পাসপোর্ট আছে তারাও এই সুযোগ গ্রহণ করতে পারবে।তবে যাচাই- বাছাই করে তাদের তথ্য পাওয়া গেলে তারা পাসপোর্ট পাবে।আর ২০১০ সালের আগে যাদের হাতের লিখা পাসপোর্ট তারা এই সুযোগ পাবেনা।
শর্তগুলো হচ্ছে:-
(১)তাঁদের পূর্বের পাসপোর্ট অফিসে এমআরপি (ডিজিটাল) পাসপোর্ট হতে হবে।
(২)তাঁদের কাছে এমআরপি/ ডিজিটাল পাসপোর্ট এর সুস্পষ্ট ফটোকপি থাকতে হবে
(৩)পাসপোর্ট কপিলের বা আমল নামের নিকট থাকা সম্পর্কে একটি হলফনামা দিতে হবে নমুনা দূতাবাস থেকে সংগ্রহ করা যাবে।
(৪) দুই কপি পাসপোর্ট সাইজ ছবি।
(৫)৩৩ $ আমেরিকান ফিস(অবশ্যই ডলারে পরিশোধ করতে হবে)।
(৬) জাতীয় পরিচয়পত্রের কপি/ বিএমইটি কার্ড এর ফটোকপি লাগবে।
আগামী ৩০ ডিসেম্বর ২০১৯ রোজ সোমবার শুরু হয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কার্যক্রম চলবে।
শনিবার ও রোববার সরকারি ছুটির দিন এবং লেবানন সরকারি ছুটি ছাড়া প্রতিদিন সকাল ৯ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আবেদন পত্র গ্রহণ অব্যাহত থাকবে বলে জানান রাষ্ট্রদূত।
দূতাবাসে জরুরি প্রয়োজনে হট লাইন যোগাযোগ করতে মোবাইল নাম্বার :- ৭০৬৩৫২৭৮ এবং হেল্পলাইন নাম্বার :- ৮১৭৪৪২০৭.
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, প্রথম সচিব (শ্রম) দূতালয় প্রধান আব্দুল্লাহ আল মামুন, দূতাবাসের কর্মকর্তাবৃন্দ,লেবানন আওয়ামী লীগ নেতা রুবেল আহমেদ, মশিউর রহমান টিটু,বাবুল মিয়া, কমিউনিটির নেতৃত্ববৃন্দ, লেবানন বাংলা প্রেসক্লাব এর সাংবাদিক ওয়াসীম আকরাম, মনির সরকার, জোবায়েরসহ বিভিন্ন মিডিয়ার প্রতিনিধি।