২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সময়ে নির্মিত খাদ্য গুদাম পরিদর্শন করলেন খাদ্য সচিব

admin
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০১৯

Sharing is caring!

রকিবুল ইসলাম, টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

খাদ্য মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সময়ে নির্মিত জড়াজীর্ন উপজেলা খাদ্য গুদামের ১নং ভবন পরিদর্শণ করেছেন। তিনি বুধবার বিকেলে টুঙ্গিপাড়া উপজেলা খাদ্য গুদামে যান। সেখানে জড়াজীর্ন হেলেপড়া ১নং ভবনটি তিনি ঘুরেঘুরে দেখেন। জড়াজীর্ন খাদ্যগুদামটি ভেঙ্গে তিনি সেখানে নতুন ভবন নির্মাণের নির্দেশ দেন।

এরপর তিনি টুঙ্গিপাড়া খাদ্য গুদামে সংরক্ষিত ধান চাল সহ খাদ্যের সঠিক মান নিরূপন করেন এবং খাদ্য গুদামের সার্বিক খোঁজ খবর নেন।

এরআগে তিনি খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন।

এ সময় খাদ্য মন্ত্রণালয়ের পরিচালক (প্রশাসন) পরিমল চন্দ্র সরকার, গোপালগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু ইউসুফ মোহাম্মদ রেজাউর রহমান, জেলা খাদ্য কর্মকর্তা মোঃ শেফাউর রহমান সহ খাদ্য মন্ত্রণালয়, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, উপজেলা খাদ্য কর্মকর্তা মুরাদ আলী সহ খাদ্য বিভাগের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।