২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

দিনাজপুরে মাত্র ২০ টাকায় মিষ্টিহাসির উন্নত স্বাস্থসেবা ঘরে ঘরে

admin
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০১৯

Sharing is caring!

এম এ হাসান, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

দিনাজপুরের একটি ব্যাতিক্রমধর্মী সাস্থসেবামূলক প্রতিষ্ঠান “মিষ্টি হাসি” গ্রাম পর্যায়ে মাত্র ২০ টাকায় উন্নতমানের স্বাস্থসেবা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে। জনগণকে তাদের কার্যক্রম সম্পর্কে অবগত করতে মিষ্টি হাসি বিভিন্ন রকম মেডিকেল ক্যাম্পেইন করছে।২৫ ডিসেম্বর (বুধবার) মিষ্টি হাসির চেয়ারম্যান ও নির্বাহী পরিচালক জনাব সিরাজুস সালেকিন (রানা) জাতীয় সাপ্তাহিক অভিযোগ এর সাথে একান্ত সাক্ষাৎকারে জানান যে, বর্তমান সরকার তথা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যেভাবে ডিজিটালাইজড করে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং তিনি যে স্বপ্ন দেখেন প্রতিটি ঘরে ঘরে স্বল্প খরচে স্বাস্থসেবা পৌঁছে দেওয়া ও তার সাথে বেকারত্ব দূরীকরণ সেই লক্ষকে সামনে রেখে আমরা মিষ্টি হাসি কাজ করে যাচ্ছি। আমরা দিনাজপুরের বেশ কিছু উপজেলায় আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং ধীরে ধীরে সব উপজেলা গুলুতে আমাদের কার্যক্রম পরিপূর্ণভাবে শুরু করতে পারবো ইনশাল্লাহ।

আমাদের লক্ষ্য প্রত্যন্ত অঞ্চলে অনলাইন ও আমাদের সাস্থকর্মীর সহায়তায় সার্বক্ষণিক অভিজ্ঞ এম বি বি এস চিকিৎসকের মাদ্ধমে জুরুরি স্বাস্থসেবা প্রতিটি ঘরে পৌঁছে দিবো। জুরুরি প্রয়োজনে আমাদের ফ্রি অ্যাম্বুলেন্স সেবাও আমরা নিশ্চিত করছি। প্রতিটি মানুষকে সঠিক চিকিৎসা ও ঔষধ গ্রহণের সঠিক নিয়ম ও প্রয়োগের নিয়ম কানুন থেকে শুরু করে দালাল বা প্রতারক থেকে সাবধান করতে এবং কিভাবে অনলাইন এ সেবা গ্রহণ করবে ইত্যাদি বিষয়গুলি জনগণকে অবগত করতে নিরলস ভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছি। এছাড়া আমরা প্রতিটি ইউনিয়নে ওয়ার্ডে ওয়ার্ডে ট্রেনিংপ্রাপ্ত দক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছি।এবং আমাদের প্রতিটি কর্মীকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে উন্নত মানের ট্রেনিং প্রদান করা হচ্ছে।

আমরা আশা করছি মিষ্টি হাসির সেবা গ্রহণ করে রোগীরা তাদের সঠিক স্বাস্থসেবা পাবেন ও সুস্থ থাকবেন ইনশাআল্লাহ।