চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা খাদ্যগুদামে অবৈধ ভাবে ধান প্রদানের অভিযোগে দু ট্রলী ভর্তি ৭ টন ধান জব্দসহ ২ জন ব্যক্তিকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা উপজেলার মাক্তাপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে শহীদ স্মৃতি বকুলতলা ডিগ্রি কলেজের শরীরচর্চা শিক্ষক দেলোয়ার হোসেন ও নাচোল উপজেলা খাদ্যগুদামের নিরাপত্তাপ্রহরী ইসারুল হক।
সরকারি নিয়মানুযায়ী খাদ্যগুদামে সংগৃহীত ধানের আদ্রতা ১৪.০০ থাকলেও জব্দকৃত ধানের তাপমাত্রা ছিল ১৬.৮।
বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা ধান-চাল সংগ্রহ কমিটির সভাপতি নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা এক অভিযান চালিয়ে দুইটি ট্রলি ভর্তি ৭ টন ধানসহ তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহাম্মেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল গালিব, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর-রশিদ, উপজেলা তথ্যপ্রযুক্তি সহকারি প্রোগ্রামার সোহেল রানা।
এ ব্যাপারে নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা জানান, সরকারি আদেশ অমান্য করে সিন্ডিকেটের মাধ্যমে অবৈধ পন্থায় খাদ্যগুদামে ধান ঢোকানোর অপরাধে আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট দাপ্তরিক বিধি অনুযায়ী নিয়মিত মামলা দায়েরের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের পক্ষ থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
এ দিকে অভিযানকালে উপজেলা খাদ্যবিভাগের কোন কর্মকর্তাকে উপস্থিত পাওয়া যায়নি। তবে অভিযানের শেষদিকে সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে ওসি.এল.এসডি মনিরুজ্জামান হন্তদন্ত অবস্থায় উপস্থিত হয়ে প্রথম বারের মত ক্ষমা চেয়ে আটককৃতদের ছেড়ে দেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারের নিকট অনুরোধ জানান। উল্লেখ্য, সরকারি নিয়ম অনুযায়ী উপজেলার তালিকাভুক্ত কৃষকদের মধ্য থেকে লটারীর মাধ্যমে নির্বাচিত কৃষকদের নিকট থেকে ১টন করে ধান সংগ্রহ করা হবে।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.