৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ঠাকুরগাঁওয়ে ডিজিটাল চেক জালিয়াতির মাধ‌্যমে প্রায় ৩৩ লক্ষ টাকা উত্তোলনের অভিযোগ

admin
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০১৯
ঠাকুরগাঁওয়ে ডিজিটাল চেক জালিয়াতির মাধ‌্যমে প্রায় ৩৩ লক্ষ টাকা উত্তোলনের অভিযোগ

Sharing is caring!

মোঃ আল ফয়সাল অনিক,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ডিজিটাল চেক জালিয়াতির মাধ‌্যমে জনতা ব‌্যাংকের রুহিয়া শাখা হতে ইতি আকতার নামে এক নারী ৩টি চেকের মাধ‌্যমে ৩২ লক্ষ ৭১ হাজার ৬ শত ২৭ টাকা উত্তোলন করেছে। যা ফেরত চেয়ে ব‌্যাংক কর্তৃপক্ষ ইতি আকতার কে পত্র দিয়ে অনুরোধ করেছে।

 

উক্ত পত্রের আলোকে জানা গেছে, সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের পূর্ব কুজিশহর গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী ইতি আকতার এর হিসাব নম্বরের অনুকূলে তার ফেসবুক বন্ধু সুমন ক্লিয়ারিং হাউজের মাধ‌্যমে আইএফআইসি ব‌্যাংক ঢাকা হতে ৩২ লক্ষ ৭৭ হাজার টাকা ৩ টি চেকের মাধ‌্যমে পাঠায়।

 

এবং ইতি আকতার কে উক্ত টাকা উত্তোলন করে দিতে অনুরোধ জানালে ইতি আকতার ৩ টি চেকের মাধ‌্যমে ৩২ লক্ষ ৭১ হাজার ৬ শত ২৭ টাকা উত্তোলন করে সুমনকে প্রদান করে। পরবর্তীতে আইএফআইসি ব‌্যাংক জনতা ব‌্যাংক, ঢাকার মাধ‌্যমে জনতা ব‌্যাংক, রুহিয়া শাখা কে অবহিত করে সুমনের চেক ৩ টি জাল। এমতাবস্হায় আইএফআইসি ব‌্যাংক জনতা ব‌্যাংক কে উক্ত টাকা উত্তোলনের অনুরোধ জানালে জনতা ব‌্যাংক রুহিয়া শাখার ব‌্যবস্হাপক ইতি আকতার কে তার হিসাব নম্বরে উত্তোলন কৃত সমূদয় টাকা জমা করার জন‌্য অনুরোধ জানিয়ে একটি পত্র দেন।

 

এ ব‌্যাপারে ইতি আকতার জানায়, আমি প্রতারণার শিকার হয়েছি। রুহিয়া জনতা ব‌্যাংক লিমিটেডের শাখা ব‌্যবস্হাপক সুবাস চন্দ্র রায় ঘটনাটির সত‌্যতা নিশ্চিত করেন।