Sharing is caring!
ওমর শাকিল,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি ::
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলো- উত্তরজয়পুর ইউপির টেকরাজ বাহাদুর গ্রামের মৃত বাচ্চু মিয়ার পুত্র মোঃ ফারুক (২৩) ও চাটখিল উপজেলার রুহিতখালী গ্রামের মোঃ মহিন উদ্দিন
(২৪)।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে তাদের উভয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ
করা হয়েছে।
এরআগে সকাল ৭টায় তাদেরকে টেকরাজ বাহাদুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানার এসআই শাহজালাল শিকদারের নেতৃত্বে এএসআই মোঃ
সাইফুল ইসলাম, এএসআই মোঃ আবুল হোসেনসহ সঙ্গীয় ফোর্স ইয়াবা বেচাকেনা অবস্থায় টেকরাজ বাহাদুর গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ফারুক ও মহিনকে গ্রেপ্তার করেন।
চন্দ্রগঞ্জ থানার নবাগত ওসি মোঃ জসীম উদ্দিন ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের সত্যতা
নিশ্চিত করেছেন।