পুনম শাহরীয়ার ঋতু,ক্রাইম রিপোর্টারঃ
গাজীপুরের শ্রীপুরে রমজান আলী নামে এক ছাত্রকে তুলে নেয়ার সময় পুলিশ কনস্টেবলসহ দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এ সময় তাদের দুই সহযোগী পালিয়ে যায়।
সোমবার সন্ধ্যা ৭টায় উপজেলার জৈনা বাজারের আকরাম ইলেক্ট্রনিক্সে এ ঘটনা ঘটে।
রমজান নগর হাওলা গ্রামের বছির উদ্দিনের ছেলে এবং স্থানীয় ধনুয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
জনতার হাতে আটককৃতরা হলেন ময়মনসিংহের ভালুকা শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) কার্যালয়ের কনস্টেবল চট্টগ্রামের চাঁদগাঁও উপজেলার বহদ্দারহাট গ্রামের দিপু বড়ুয়ার ছেলে অমিত বড়ুয়া ও ময়মনসিংহের ভালুকা উপজেলার লবনকুঠা গ্রামের আবুল হোসেনের ছেলে জনি মিয়া।
পালিয়ে যাওয়া তাদের দুই সহযোগীরা হলেন ভালুকা উপজেলার আওলাতলি গ্রামের কাজিম উদ্দিনের ছেলে সাজিদ (২০), আবুল কাশেম মিয়ার ছেলে শান্ত মিয়া (২০)।
আকরাম ইলেট্রনিক্সের স্বত্তাধিকারী আকরাম হোসেন কাজল জানান, আমার ভাতিজা রমজান আলীকে পুলিশ পরিচয়ে চারজন লোক দোকান থেকে বাহিরে ডেকে নিয়ে মোটরসাইকেলে উঠিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় রমজানের চিৎকারে বাজারের ব্যবসায়ীসহ আশপাশের লোকজন ছুটে এসে তাদেরকে (অমিত ও জনি) ঘেরাও করে আটক করে। এ সময় তাদের অপর দুই সহযোগী দৌড়ে পালিয়ে যায়।
আটককৃত জনি জানান, রমজান তার ফেসবুক আইডি হ্যাক করে তাকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছিল। এ জন্য তারা তাকে মোটরসাইকেলে তুলেছিলেন।
শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ সদস্যসহ দুইজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.