অভিযোগ অনুসন্ধানঃ রংপুর জেলার হারাগাছ উপজেলার সিগারেট কোম্পানি মোড়ের মোঃ আনিছুল ইসলামের ছেলে চান্দিছিলা আজিজুল বর্তমানে এলাকায় চুরি,বাটপারী ছেড়ে দীর্ঘ দিন ধরে ফ্রেসবুকে আইডি খুলে সাংবাদিক নিয়োগের নামে চমকবিহারী বিজ্ঞপ্তি দিয়ে সারাদেশের সরলমনা ও নতুন সাংবাদিকদের নিয়োগের কথা বলে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।
জাতীয় সাপ্তাহিক অভিযোগ পত্রিকার অনুসন্ধানে জানা যায়, এই ছেঁচড়া চোর ও টোকাই, মাদক ব্যবসায়ি চান্দিছিলা আজিজুল চুরি, বাটপারী ও মাদক ব্যবসার পাশাপাশি দেশজুড়ে সাংবাদিক নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।
জানা যায়, লালমনিরহাট জেলার জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা ও দর্পন টিভি চ্যানেলের স্টাফ রিপোর্টার সাংবাদিক মোঃ শহিদুল ইসলামকে দৈনিক অপরাধ তথ্য পত্রিকায় স্টাফ রিপোর্টার পদে নিয়োগের কথা বলে তার নিকট থেকে নগদ ৮০০০/-হাজার টাকা, পটুয়াখালী জেলার জাতীয় দৈনিক সরেজমিন পত্রিকার জেলা প্রতিনিধি ও মাতৃজগত পত্রিকার বিভাগীয় ব্যুরো প্রধান মোঃ আনোয়ার হোসেনের নিকট থেকে তার নিজ বিকাশের মাধ্যমে ৫০০০/-হাজার টাকা, রংপুর জেলার জাতীয় দৈনিক আলোকিত সকাল পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ লাবলু সাংবাদিকের নিকট থেকে নগদ ৫০০০/-হাজার টাকা, পঞ্চগড় জেলার জাতীয় দৈনিক মুক্ত আওয়াজ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আক্কাস ইসলামের নিকট থেকে তার বিকাশে মাধ্যমে ৭০০০/-হাজার টাকা, রংপুর জেলার মাহিগঞ্জের রবিউলকে তার অফিসে ১২হাজার টাকা বেতনে চাকুরী দিবে বলে তার কাজ থেকে ২৫০০০/- হাজার টাকা, গাইবান্ধা জেলার রাকিবুল ইসলাম পরশ মুক্ত আওয়াজ জেলা প্রতিনিধির থেকে ৪০০০/-হাজার টাকা, ফরহাদ হোসেন নিলফামারী তার নিকট থেকে ৩৫০০/-টাকা, রংপুর জেলার গংগাচড়া বিউটি নামের এক মেয়ের নিকট থেকে ২৫০০/- টাকা, ফরিদপুর জেলার মাতৃজগত পএিকার স্টাফ রিপোর্টার সপনের নিকট থেকে ৪৮০০/- টাকা নেয় জেলা প্রতিনিধি নিয়োগ দিবে বলে।
এছাড়া এই প্রতারক একটি অনলাইন অপরাধ টিভি খুলে চেয়ারম্যান পরিচয়ে হাতিয়ে নিচ্ছে এখনো লাখ লাখ টাকা।
আরো বিভিন্ন সুত্রে জানা যায়, এই চান্দিছিলা আজিজুল সাংবাদিকের পরিচয়ে পর্দার আড়ালে করে আসছে সারাদেশ ব্যাপী মাদক ব্যবসা। পাশাপাশি সাংবাদিকের নামে রংপুর জেলায় করে আসছে জমির দালালি।
জনগনের দাবি এই ছেচড়া চোর ও টোকাই, মাদক ব্যবসায়ী চান্দিছিলা আজিজুল কে আইনের আওতায় আনা হউক।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.