২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে ইভটিজিং করার অপরাধে দুই যুবকের শাস্তি

admin
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জে ইভটিজিং করার অপরাধে দুই যুবকের শাস্তি

Sharing is caring!

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-

দীর্ঘদিন ধরে ইভটিজিং এর শিকার স্কুল-কলেজ পড়ুয়া তিন ছাত্রীর অভিযোগে দুই যুবকের শাস্তি হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। অভিযুক্ত ইভটিজার মো. আব্দুল কাদের (২৭)কে ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও মো. হাসিবুর রহমান (২১) কে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন সংবিধানের ৩৫৩ ও ৫০৯ ধারায় ইভটিজারদের এ শাস্তির আদেশ দেন। অভিযুক্ত ইভটিজার আব্দুল কাদের সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের রাজপাড়া গ্রামের মৃত মো. রফিকুল ইসলামের ছেলে এবং হাসিবুর রহমান একই ইউনিয়নের মিয়া চৌধুরীপাড়া গ্রামের গোলাম কবিরের ছেলে। অভিযোগ সূত্রে জানা যায়, মহারাজপুর জোড়াবকুলতলা গ্রামের বিভিন্ন শ্রেণীতে স্কুল-কলেজ পড়ূয়া কয়েকজন ছাত্রীকে বিগত ১বছরের অধিক সময় ধরে আব্দুল কাদের, হাসিবুর রহমানসহ আরও কয়েকজন দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় ইভটিজিং করে আসছিলো। এনিয়ে গত রবিবার সদর মডেল থানায় অভিযোগ করে ৩ ছাত্রী। এর প্রেক্ষিতেই বিভিন্ন সাক্ষ্য প্রমাণ শেষে ইউএনও মো. আলমগীর হোসেন এ শাস্তির আদেশ দিয়েছেন।