১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রজব, ১৪৪৬ হিজরি

ভোলায় দুই দিনে ৩০ পিচ ইয়াবাসহ চার মাদক ব্যাবসায়ী আটক

admin
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০১৯
ভোলায় দুই দিনে ৩০ পিচ ইয়াবাসহ চার মাদক ব্যাবসায়ী আটক

Sharing is caring!

রাকিব হোসেন, বিশেষ প্রতিনিধিঃ

ভোলায় পুলিশ সুপার মহদয়ের নির্দেশে,
এসআই/ মো: নাফিউল ইসলাম সংগীয় ফোর্স ,জেলা গোয়েন্দা শাখা,ভোলা ইং- ২২ ডিসেম্বর ১৯ খ্রি রাএ ২২:৩০ ঘটিকায় সদর মডেল থানাধীন চরসামাইয়া খেয়াঘাটব্রীজ ০১ নংওয়ার্ডে অভিযান করিয়া আসামী ১। মো: ইমরান (২৩) পিতা মো: বিল্লাল সাং চরসামাইয়া ০২নংওয়ার্ড থানা- ও জেলা-ভোলাকে ৫( পাচ) পিচ ইয়াবাসহ গ্রেফতার করেন।

 

সেখান থেকে এসে এসআই মোঃ নাফিউল ইসলাম সংগীয় ফোর্স, সহ অভিযান করিয়া,
রাএ ২২:৫৫ ঘটিকায় সদর মডেল থানাধীন

 

আলীনগর ০৯নং ওয়ার্ড থেকে, আসামী ১। মোসা: শাহানাজ বেগম (৪৫) স্বামী- মো: সামসুদ্দিন সরদার ২/ মো: সামসুদ্দিন সরদার (৫৮) পিতা মৃত আব্দুল মুন্নাফ @আব্দুর মোনাজ উভয় সাং আলীনগর ০৯ নংওয়ার্ড থানা- ও জেলা-ভোলাকে ০৫( পাচ)পিচ ইয়াবাসহ গ্রেফতার করেন।

 

এসআই মো: নাফিউল ইসলাম সংগীয় ফোর্স ,জেলা গোয়েন্দা শাখা,ভোলা ইং- ২৩/১২/১৯ খ্রি রাএ ০০:৪৫ ঘটিকায় সদর মডেল থানাধীন ভেলুমিয়া ০৩ নং ওয়ার্ডে অভিযান করিয়া আসামী ১। মো: রুবেল (২৮) পিতা মো: ইউনুছ সাং বাঘমারা ০৩নংওয়ার্ড থানা- ও জেলা-ভোলাকে ২০( বিশ)পিচ ইয়াবাসহ গ্রেফতার করেন। সকল আসামিদের মাদক মামলা হয়েছে।